Google Map: গুগল ম্যাপের শর্টকাট 'গুগলি'! জিপিএস ফলো করে গাড়ি নেমে গেল...ভয়ংকর দুর্ঘটনা...

GPS leads Accident: পৃথিবীর ওই শীতলতম প্রান্তে কার্যত কিছু করতে না পেরে গাড়ির মধ্যে অসহায়  হয়ে বসে থাকেন তারা। গাড়ির ভিতর বসে বসেই ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়ে মৃত্যু...

Dec 04, 2024, 15:59 PM IST
1/5

জিপিএস-এ 'শর্টকার্ট' ফাঁদে বিপত্তি!

GPS Google Positioning System Google Map

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুগল ম্যাপে দেখানো 'শর্টকাট' ফলো করে ফের বিপত্তি। সোজা গিয়ে খালে 'ল্যান্ড' করল গাড়ি। দুর্ঘটনার জেরে জখম ৩। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, ৩ বন্ধু মিলে বরেলি থেকে পিলভিট যাচ্ছিলেন। সেইসময় কালাপুর গ্রামের কাছে গুগল ম্যাপে দেখানো 'শর্টকাট' ফলো করতে যান। আর তাতেই ঘটে যায় বিপত্তি। তবে বরাতজোরে এবার অল্পের উপর দিয়ে গিয়েছে। দুর্ঘটনা ঘটলেও প্রাণে রক্ষা পেয়েছেন সকলে।   

2/5

জিপিএস-এ 'শর্টকার্ট' ফাঁদে বিপত্তি!

GPS Google Positioning System Google Map

প্রসঙ্গত, দিন দশেকের মধ্যেই ফের দুর্ঘটনা ঘটল গুগল ম্যাপ ফলো করতে গিয়ে। কয়েকদিন আগে গুরগাঁওয়ের ৩ যুবক এই বরেলিতেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় গুগল ম্যাপের নেভিগেশন ফলো করতে গিয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে ৫০ ফুট নীচে পড়ে যায় গাড়ি। যার জেরে প্রাণ হারান গাড়ি সওয়ারি ৩ জন। 

3/5

জিপিএস-এ 'শর্টকার্ট' ফাঁদে বিপত্তি!

GPS Google Positioning System Google Map

এর আগেও জিপিএস-এর নেভিগেশন ফলো করতে গিয়ে দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। ২০২৩-এর অক্টোবরে কেরলের কোচিতে বৃষ্টির মধ্যে গুগল ম্যাপ ফলো করে গাড়ি চালানোর সময়, নদীকে জলমগ্ন রাস্তা ভেবে ভুল করে বসেন ২ চিকিৎসক। গাড়ি নিয়ে সোজা নেমে যান নদীতে। পরিণতিতে গাড়ি থেকে বেরতে না পেরে, গাড়ির মধ্যেই জলে ডুবে প্রাণ হারান ওই ২ চিকিত্‍সক।

4/5

জিপিএস-এ 'শর্টকার্ট' ফাঁদে বিপত্তি!

GPS Google Positioning System Google Map

ওদিকে গুগল ম্যাপের উপর বিশ্বাস করে রাস্তা হারিয়ে গাড়ির মধ্যেই বরফে জমে তরুণের মৃত্য়ুর ঘটনাও ঘটেছে। ঘটনাটি ঘটে রাশিয়ায়। বাইরে তখন তাপমাত্রা -৫০ ডিগ্রি, বরফ পড়ছে। গুগল ম্যাপ ফলো করে গাড়ি নিয়ে ১৮ বছরের ২ তরুণ এমন জায়গায় পৌঁছে যান, যেখান থেকে গাড়ি ঘুরিয়ে আর ফিরে আসতে পারেননি। ওদিকে বরফের কারণে গাড়ির ভিতর থেকে বাইরে বের হতেও পারেননি। পৃথিবীর ওই শীতলতম প্রান্তে কার্যত কিছু করতে না পেরে গাড়ির মধ্যে অসহায়  হয়ে বসে থাকেন তারা। গাড়ির ভিতর বসে বসেই ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়ে প্রাণ হারান এক তরুণ।   

5/5

জিপিএস-এ 'শর্টকার্ট' ফাঁদে বিপত্তি!

GPS Google Positioning System Google Map

এর আগে গুগল ম্যাপ ফলো করে বিমানবন্দরে যাওয়ার সময় শর্টকাট রাস্তায় যেতে গিয়ে কাদা ভরা মাঠে ফেঁসে যাওয়ার ঘটনা ঘটে বিদেশে ডেনভারেও। শুধু একটি গাড়ি গাড়ি নয়, গুগল ম্যাপে দেখানো 'শর্টকাট' সরু রাস্তা ফলো করে কাদা মাঠে গিয়ে নেমেছিল শয়ে শয়ে গাড়ি।