মুখ্যমন্ত্রীর হাত থেকে ভাইফোঁটা নিয়েই ছাড়ব: রাজ্যপাল

| Nov 02, 2019, 00:02 AM IST
1/5

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মুখ্যমন্ত্রীর হাত থেকে ভাইফোঁটা নেবই। রাজভবনে দুর্গোৎসব কমিটির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

2/5

মমতার হাতে ভাইফোঁটা না নেওয়ার আক্ষেপ যাচ্ছে না রাজ্যপালের। এদিন তিন বলেন, মমতার কাছ থেকে ভাইফোঁটা নেবই। এবছর হয়নি তো কি হয়েছে! আমি সামনের বছর চেষ্টা করব।

3/5

রাজ্যপাল বলেন,'ভাইবোনের সম্পর্ক আমি বুঝি।'' তিনি মনে করিয়ে দেন, ভাইফোঁটা নেওয়ার উদ্যোগ নিয়েওছিলেন।

4/5

বলে রাখি, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ভাইফোটায় যেতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী ওইদিন তাঁকে সময় দেননি।। বরং তিনি কালীপুজোয় আসার আমন্ত্রণ জানান। 

5/5

যাদবপুরে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে গিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের সূত্রপাত। এরপর জিয়াগঞ্জকাণ্ডে রাজ্যকে কাঠগড়ায় তোলেন জগদীপ ধনখড়। তবে কালীপুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু ভাইফোঁটায় আর যাওয়া হয়নি।