''সরকারের টাকায় ধর্মীয় শিক্ষা নয়!'' অসমে বন্ধ হচ্ছে সরকারি মাদ্রাসা

Oct 09, 2020, 18:09 PM IST
1/5

সরকারি টাকায় কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। আর তাই অসমে সবরকম সরকারি মাদ্রাসা বন্ধ হচ্ছে বলে জানিয়ে দিলেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

2/5

হিমন্ত বিশ্ব শর্মা েদিন বলেছেন, ''জনগণের টাকায় কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালানো হবে না। নভেম্বরে আমরা বিজ্ঞপ্তি জারি করব। বেসরকারি মাদ্রাসা নিয়ে আমরা কোনও নির্দেশ জারি করব না।''

3/5

AIUDF নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল  দাবি করেছেন, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে অসমে সরকারি মাদ্রাসাগুলি চলছে। বিজেপি সরকার গায়ের জোরে সেগুলি বন্ধ করলেও তারা আবার সেগুলি খোলার ব্যবস্থা করবেন।

4/5

বদরুদ্দিন আজমল আরও দাবি করেছেন, এই ঐতিহাসিক ভুল অসমে বিজেপি সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। 

5/5

এর আগে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন, সরকারি টাকায় চলা সংস্কৃত টোলগুলিও বন্ধ করা হবে। তবে এদিন এই নিয়ে তিনি নতুন করে কিছু বলেননি।