এক ধাক্কায় অনেকটাই বাড়ল ৩২টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

Aug 09, 2018, 16:25 PM IST
1/16

ফের কয়েকটি জিনিসের ওপর আমদানি শুল্ক বসাল সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও জোরদার করতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ।

2/16

মঙ্গলবার সংসদে জানানো হয়েছে, বেশিরভাগ দ্রব্যের ক্ষেত্রেই ২০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।

3/16

বুধবার থেকে ৩২টি জিনিসের দাম বাড়ল। স্বদেশি ব্যবসাকে বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

4/16

কয়েক সপ্তাহ আগেই এক দফায় বেশি খানিকটা বাড়ানো হয়েছিল আমদানি শুল্ক। এবার ৩২টি ভোগ্যপণ্যের দাম বাড়ানো হল।

5/16

আমদানি শুল্ক বাড়ায় দাম বাড়ল জামাকাপড়ের। পোশাকের ওপর ২০ শতাংশ শুল্ক বাড়ানো হচ্ছে। এর ফলে জামা কাপড়ের দাম অনেকটাই বেড়ে যাবে। এখন পোশাকের উপর ৫ থেকে ১০ শতাংশ শুল্ক নেওয়া হয়।

6/16

দাম বাড়তে চলেছে পুরুষ ও শিশুদের জ্যাকেট, মেনস্ টি-শার্ট, ট্রাউজার্সের।

7/16

শিশুদের জামাকাপড়ের ওপরও ২০ শতাংশ শুল্ক বসছে।

8/16

দাম বাড়তে চলেছে মহিলাদের অন্তর্বাসের।

9/16

স্নানের প্রসাধনী দ্রব্যের ওপরও ২০ শতাংশ শুল্ক বসছে গত বুধবার থেকেই।  

10/16

শুধু মহিলাদেরই নয়, পুরুষদের অন্তবার্সেরও দাম বাড়বে এক ধাক্কায় অনেকটাই।

11/16

মহিলা, পুরুষ উভয়েরই জুতোর দাম বেড়েছে।

12/16

সুতির কার্পেটের দাম বাড়তে চলেছে।

13/16

দাম বাড়ছে মোবাইলের। প্রায় ৪০০-১৫০০ টাকা পর্যন্ত দাম বাড়বে বলে জানা গিয়েছে।

14/16

এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে বিভিন্ন সংস্থার টেলিভিশন, হাতঘড়িরও। দাম বাড়ছে স্মার্টওয়াচেরও।

15/16

টেক্সটাইল সেক্টর এবং স্থানীয় উত্পাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চাকরির সুযোগ বাড়ানোই একমাত্র লক্ষ্য কেন্দ্রীয় সরকারের।

16/16

সরকারের এই পদক্ষেপের ফলে প্রভাব পড়তে পারে চিন, তুরস্ক, ভিয়েতনাম, শ্রীলঙ্কা থেকে আমদানির ক্ষেত্রে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।