নিহত তিন তৃণমূল নেতার পরিবারকে সরকারি চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Dec 26, 2018, 19:04 PM IST
1/4

মন্দিরবাজার বিষ্ণুপুরের পৌষ মেলার মাঠে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটায় হেলিকপ্টারে উড়ে আসেন তিনি। এদিন ৪৪ টি প্রকল্পের শিলোন্যাসের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে ২০ হাজার মানুষকে পরিষেবা প্রদান করা হয়।

2/4

এদিন সভাতে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরে গুলিকাণ্ডে নিহত তৃণমূল নেতা  সারফুদ্দিন খান, মইনুল হক মোল্লা ও আমিন সর্দারের পরিবারের  সদস্যের হাতে সরকারি  চাকুরির নিয়োগপত্র তুলে দেন। এদিনের সভা থেকে রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথাও তুলে ধরেন। 

3/4

এদিন মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সাধারণ মানুষের ঢল নেমছিলো এই সভাতে। তিনদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী সাগর মেলার প্রস্তুতি ঘুরে দেখবেন।

4/4

তারপর কাকদ্বীপ নামখানায় প্রশাসনিক বৈঠক করে সুন্দরবন কাপের পুরষ্কার তুলে দেবেন তিনি। ২৮ তারিখ শেষ হবে মুখ্যমন্ত্রীর জেলা সফর।