অনলাইন কেনাকেটায় ক্রেতাস্বার্থ সুরক্ষিত রাখতে নির্দেশিকা আনছে কেন্দ্র
Mar 31, 2018, 20:07 PM IST
1/7
online shopping
চিরাচরিত কেনাকাটার জায়গা অনেকটাই দখল করেছে অনলাইন শপিং। অনলাইনে আঙুলের স্পর্শেই কিনে ফেলা যাচ্ছে মনপসন্দ পণ্য। কতটা নিরাপদ অনলাইন শপিং?
2/7
internet
অন্তর্জালে কেনাকাটার সময়ে বাড়ির ঠিকানা-নাম দিতে হয়। ফেসবুকের তথ্য ফাঁস-কাণ্ডের পর অনলাইন সাইটে যাত্রীদের তথ্যের নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।
photos
TRENDING NOW
3/7
zee
জি বিজনেসের প্রতিবেদন অনুযায়ী, অনলাইন ক্রেতাদের কথা মাথায় রেখে একগুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে ক্রেতা বিষয়ক মন্ত্রক।
4/7
e-commerce 5
বিভিন্ন ই-কমার্স সাইটগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারি নির্দেশ উড়িয়ে তারা পণ্যের এমআরপি গোপন রাখছে। এমনকি একই পণ্যের এমআরপি বিভিন্ন সাইটে আলাদা।
5/7
e-commerce 2
এবার থেকে পণ্যের সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে অনলাইন সংস্থাকে। যেমন- সর্বোচ্চ খুচরো দাম, ছাড় দেওয়ার পর দর এবং উত্পাদনের স্থান।
6/7
e-commerce
ই-কমার্স সাইটগুলির পণ্যের মাত্রা বা মাপ সম্পর্কেও সচেতনতা অবলম্বন করতে হবে।
7/7
customer
অনেক পণ্যের গুণগতমান বা অন্যান্য বিষয় নিয়ে অভিযোগ তোলেন ক্রেতারা। তা নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে ফেলার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাকে। নচেত্ ক্রেতাদের সুবিচারের জন্য ব্যবস্থাও রয়েছে নয়া নির্দেশিকায়।