উপত্যকায় কড়া পদক্ষেপ, ১৫৫ জন নেতার নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের

Feb 20, 2019, 23:55 PM IST
1/5

পুলওয়ামা হামলার পর বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল মোদী সরকার। ১৮জন বিচ্ছিন্নতাবাদী-সহ ১৫৫ জন নেতার নিরাপত্তাবাহিনী প্রত্যাহার বা রক্ষী সংখ্যা কমিয়ে দিল নয়াদিল্লি। 

2/5

গিলানি, আগা সৈয়দ, মৌলবি আনসারি, ইয়াসিন মালিক, সেলিম গিলানি, শাহিদ উল ইসলাম, জফফার আকবর ভট, নইম আহমেদ খান ও মুখতার আহমেদ বাজার মতো নেতার নিরাপত্তা প্রত্যাহার অথবা রক্ষীর সংখ্যা কমিয়ে দিয়েছে নয়াদিল্লি। 

3/5

উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তায় মোতায়েন থাকতেন হাজার জন পুলিস কর্মী। থাকত ১০০টি গাড়ি। 

4/5

পুলওয়ামা হামলার পর উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার ৪ নেতার নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

5/5

উপত্যকায় হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে এই বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে। ভারত সরকারের নিরাপত্তাবলয়ে থেকে পাকিস্তানের তামাক খেতেন এই নেতারা।