1/7
গ্রেট বেরিয়ার রিফ
বিশ্ব জুড়ে প্রকৃতি-পরিবেশের ক্ষতি হয়ে চলেছে বহুদিন ধরেই। সেই ক্ষতির বাইরে নয় অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফও। কিন্তু সম্প্রতি জীববিদ্যা বিশেষজ্ঞ ও পরিবেশবিজ্ঞানীদের মুখে হাসি ফুটেছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত এই গ্রেট বেরিয়ার রিফ। দেখা গিয়েছে, সেখানে প্রবালেরা এবার প্রাণ পেয়েছে, তারা স্পার্ম ও এগ উৎপাদন করছে। ২,৩০০ কিলোমিটার জুড়ে প্রসারিত এই এই এলাকায় ৩,০০০-এরও বেশি রিফ রয়েছে।
2/7
কোরাল ইকোসিস্টেম
photos
TRENDING NOW
3/7
উষ্ণ প্রবাহের জেরে
4/7
আঠারো বছর পরে
5/7
জেমস কুক ইউনিভার্সিটি
6/7
ক্ষতিগ্রস্ত
7/7
বিপন্ন
photos