Fuel Price: লিটারপ্রতি ৭৫ টাকা Petrol, ৬৮ টাকায় Diesel! GST বৈঠকেই মিলবে সুরাহা?

জ্বালানির দামের ছ্যাঁকায় জেরবার আমজনতা

Sep 15, 2021, 18:01 PM IST

জিএসটির আওতায় আসতে পারে পেট্রল -ডিজেলসহ অন্যান্য় পেট্রোপণ্য। শুক্রবার লখনউয়ে ৪৫ তম বৈঠকে বসতে চলেছে জিএসটি কাউন্সিল। 

1/5

কমবে জ্বালানির দাম!

Fuel Price decline!

নিজস্ব প্রতিবেদন: অবশেষে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে রেহাই পেতে পারেন দেশবাসী। এবার জিএসটির আওতায় আসতে পারে পেট্রল -ডিজেলসহ অন্যান্য় পেট্রোপণ্যও। 

2/5

বৈঠকে বসছে জিএসটি কাউন্সিল

GST Council to meet

শুক্রবার লখনউয়ে ৪৫ তম বৈঠকে বসতে চলেছে জিএসটি কাউন্সিল। সেখানেই পেট্রোপণ্যকে জিএসটিভুক্ত করার পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কাউন্সিল।

3/5

GST এর আওতায় এলে কেমন হবে দাম?

What will be the price of fuels under GST?

সূত্রের খবর, জিএসটির আওতায় এলে প্রতি লিটারে পেট্রল ৭৫ টাকা ও ডিজেল ৬৮ টাকায় নেমে আসবে। যা বর্তমানে দেশবাসীর কাছে স্বপ্নেরও অতীত।

4/5

দিল্লির চিত্রটা কী?

Fuel Price at Delhi

বর্তমানে রাজধানীতে পেট্রলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ১৯ পয়সা ও ডিজেলের দাম ৮৮ টাকা ৬২ পয়সা। সেখানে পেট্রলের উপর ৩২ শতাংশ হারে ও ডিজেলের উপর ৩৫ শতাংশ ভ্যাট চাপায় কেন্দ্র। অপরদিকে পেট্রলের উপর দিল্লি সরকারের ধার্য করা ভ্যাটের পরিমাণ ২৩.০৭ শতাংশ। ডিজেলের উপর ১৪ শতাংশের কিছু বেশি।

5/5

পেট্রোলিয়াম ক্ষেত্র থেকে কেন্দ্র-রাজ্যের আয়

centre and state income from petroleum sector

বিশ্ব বাজারে তেলের দাম পড়লেও রাজস্বের ঘাটতি মেটাতে ভ্যাট চাপায় কেন্দ্র। একই পথে হাঁটে রাজ্যগুলিও। অফিশিয়াল তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে পেট্রোলিয়াম ক্ষেত্র থেকে ভ্যাট বাবদ কেন্দ্রের আয় হয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৭২৬ কোটি টাকা।  রাজ্যের আয় হয়েছে ২ লক্ষ ২ হাজার ৯৩৭ কোটি টাকা।