সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। হলমার্ক হল শুদ্ধতার গ্যারান্টি।
2/8
gold8
হয়রানি আর বাড়তি খরচের আশঙ্কাও থাকছে। উপযুক্ত পরিকাঠামোর দাবিতে এবার আন্দোলনের পথে স্বর্ণশিল্পীরা।
photos
TRENDING NOW
3/8
gold7
গয়নায় হলমার্ক দেখলে ক্রেতারাও নিশ্চিন্ত। কিন্তু এই হলমার্কই এবার রাতে ঘুম কেড়েছে স্বর্ণশিল্পীদের।
4/8
gold6
সোনার গয়না বিক্রির ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। আর তাতেই মাথায় হাত রাজ্যের স্বর্ণশিল্পীদের। সরকারি সেন্টারে গিয়ে গয়না হলমার্ক করাতে হয়। কিন্তু চাহিদা মত রাজ্যে হলমার্ক সেন্টার কই?
5/8
gold5
রাজ্যে হলমার্ক সেন্টার মাত্র ৫৭টি। বহু জেলা সদরেও হলমার্ক সেন্টার নেই। ফলে সমস্যায় পড়বেন বিপুল সংখ্যক স্বর্ণ কারবারি।
6/8
gold3
ফলে এবার থেকে ছোট্ট সোনার দুল হলমার্ক করাতে শিল্পীকে ভিন জেলায় ছুটতে হবে। তাতে হয়রানি তো আছেই, সঙ্গে খরচও বাড়বে।
7/8
gold2
অধিকাংশ হলমার্ক সেন্টারই ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া। স্বর্ণশিল্পীদের অভিযোগ, অনেকক্ষেত্রে হলমার্ক নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। ঠকছেন গয়না শিল্পী এবং গ্রাহকরা।
8/8
gold1
হলমার্কের বিরুদ্ধে নন শিল্পীরা। কিন্তু উপযুক্ত পরিকাঠামো তৈরি না করে এই ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রতিবাদ করছেন তাঁরা। সঠিক ব্যবস্থা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের স্বর্ণশিল্পীরা।