কোহলির দলে এলেন ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Sep 07, 2018, 17:48 PM IST
1/7

ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Hanuma Vihari debut for India 1

ভারতীয় টেস্ট দলে অভিষেক হল হনুমা বিহারির।

2/7

ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Hanuma Vihari debut for India 2

প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যাটিং গড় রয়েছে এই ব্যাটসম্যানের।

3/7

ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Hanuma Vihari debut for India 3

প্রথম শ্রেণির ক্রিকেটারদের ব্যাটিং গড়ের সর্বকালের তালিকায় সেরা দশের মধ্যে রয়েছেন হনুমা বিহারি। 

4/7

ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Hanuma Vihari debut for India 4

১২ বছর বয়সে বাবাকে হারিয়েছেন হনুমা বিহারি। ভারতীয় টেস্ট ক্রিকেটার হিসাবে ২৯২ নম্বর টেস্ট ক্যাপ পেলেন তিনি।

5/7

ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Hanuma Vihari debut for India 5

বর্তমান ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে হনুমা বিহারির গড় সবচেয়ে বেশি। এমনকী অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ পর্যন্ত রানের দিক থেকে হনুমার থেকে পিছিয়ে রয়েছেন।

6/7

ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Hanuma Vihari debut for India 6

৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫ সেঞ্চুরি করেছেন হনুমা।  ৫৯.৭৯ গড়। ৫ হাজার ১৪২ রান করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলে ডাক পেলেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। এর আগে ভারতের ‘এ’ দলে ডাক পেয়েছিলেন। সেখানেও সফল। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৪৮ রানের ইনিংস খেলেছেন।

7/7

ভারতীয় ক্রিকেটের 'নতুন ভিভিএস লক্ষ্মণ'

Hanuma Vihari debut for India 7

১৯ বছর পর আবার অন্ধ্রপ্রদেশের কোনও ক্রিকেটার আবার ভারতীয় দলে। এর আগে মান্যব প্রসাদ খেলেছিলেন ভারতের হয়ে। তিনি এখন নির্বাচক কমিটির প্রধান। হায়দরাবাদের ছেলে হনুমাকে ভারতীয় ক্রিকেটের নতুন ভিভিএস লক্ষ্মণ বলা হচ্ছে।