Happy Birthday Rohit Sharma: আজ অধিনায়কের জন্মদিন, বিশেষ দিনে বিশেষ নিবেদন, রোহিতেরই রয়েছে এইসব রেকর্ড
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত অধিনায়ক ও মুম্বই ইন্ডিয়ান্স ব্য়াটার রোহিত শর্মা আজ ৩৭ বছরে পা দিলেন। সাদা বলের ক্রিকেটের সর্বকালের সেরা ব্য়াটার পা দিলেন ৩৭ বছরে। ১৯৮৭ সালের ৩০ এপ্রিল নাগপুরে জন্মানো তারকা শুধু ভারতীয় ক্রিকেটেরই নন, বাইশ গজেরও বিরাট সম্পদ। চলুন রোহিতের বিশেষ দিনে একবার দেখে নেওয়া যাক যে রেকর্ডগুলি এক্সক্লুসিভ রয়েছে 'হিটম্য়ান'-এরই।
1/7
এক নজরে রোহিতের ক্রিকেটীয় কেরিয়ার
রোহিত ৫৯টি টেস্ট ২৬২টি ওডিআই ও ১৫১টি টি২০আই খেলেছেন। ২৩০টি আইপিএল ম্য়াচ ও খেলেছেন তিনি। লাল বলের ফরম্য়াটে রোহিত করেছেন ৪১৩৭ রান। পঞ্চাশ ওভারের ক্রিকেটে রোহিত করেছেন ১০৭০৯ রান। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের আন্তর্জাতিক আঙিনায় রোহিতের ব্য়াট থেকে এসেছে ৩৯৭৪ রান। সব ফরম্য়াট মিলিয়ে রোহিত ১৮ হাজারের উপর রান করেছেন।
2/7
ওডিআই ক্রিকেটে তিনটি দ্বিশতরান
photos
TRENDING NOW
3/7
সবচেয়ে বেশি টি২০আই সেঞ্চুরি
4/7
এক অবিশ্বাস্য় রেকর্ডের অধিকারী রোহিত
6/7
আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক
7/7
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ছক্কা
photos