Happy Birthday Sachin Tendulkar: জীবনের বাইশ গজে সচিনের ৫০, 'ক্রিকেট ঈশ্বর'-এর যে রেকর্ডগুলি ভাঙা প্রায় অসম্ভব!

Apr 24, 2023, 15:29 PM IST
1/11

শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর

Happy Birthday Sachin Tendulkar

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  সচিন তেন্ডুলকর, কোটি কোটি ভক্তের রক্ত মাংসের ভগবান। ২৪ এপ্রিল, জীবনের বাইশ গজে 'ক্রিকেট ঈশ্বর' করলেন হাফ-সেঞ্চুরি। আবেগের মহাসুনামির শব্দ 'সচিন...সচিন...'! 'মাস্টার ব্লাস্টার', 'লিটল মাস্টার', 'লিটল চ্যাম্পিয়ন' ও 'রান মেশিন'! কতই না নাম সচিনের। সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটারের জন্মদিনে তুলে ধরা হল, তারই কিছুই রেকর্ড, যা কার্যত ভাঙা অসম্ভব। এখনও যা সচিনের নামের পাশেই লেখা রয়েছে। প্রায় দুই দশকের বর্ণময় কেরিয়ারে যদিও সচিনের সব রেকর্ড লিপিবদ্ধের জন্য এক প্রতিবেদনও কম পড়ে যাবে। (সচিন এই ছবিটি ফেসবুকে পোস্ট করে সোমবার লিখেছেন টি টাইম: অপরাজিত ৫০)  

2/11

প্রতি দেশের বিরুদ্ধে শতরান

 Century against every nation

বিশ্বের প্রতিটি টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে সচিনের! যা বহু ক্রিকেটারের কাছে আজও স্বপ্ন।   

3/11

এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ১৫০ প্লাস

Most 150 plus scores in a calender year

আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ১৫০ প্লাস রান (৫) সচিনের। এর পাশাপাশিই এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানও রয়েছে এই রানমেশিনের। ১৯৯৮ সালে সচিনের ব্যাট থেকে এসেছিল ১৮৯৪ রান।

4/11

সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার নজির

Most ODI caps and Test matches

সচিন সবচেয়ে বেশি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৪৬৩টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। সচিন ২০০ নম্বর টেস্ট খেলেই শেষ করেছেন টেস্ট। লাল বলের ক্রিকেটে এত বেশি ম্যাচ আর কোনও ব্যাটার খেলেননি।

5/11

ওয়ানডে ও টেস্ট মিলিয়ে সর্বাধিক রান

Leading run-scorer

যে মানুষটি সবচেয়ে বেশি টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলেছেন, সেই মানুষটিই এই দুই ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন। ২০০ টেস্টে সচিন করেছেন ১৫৯২১ রান। ৪৬৩টি ওয়ানডে ম্যাচে সচিনের ব্যাট থেকে এসেছে ১৮৪২৬ রান।   

6/11

ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিতেই অভিষেক

Ton on each debut

রঞ্জি-দলীপ-ইরানি। ঘরোয়া ক্রিকেটের তিন সেরা টুর্নামেন্টেই সচিনের অভিষেক হয়ে সেঞ্চুরিতেই।   

7/11

সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ

Most Man of the Match awards

একা হাতে ম্যাচের রং বদলে দিতেন। ভয়ংকর প্রভাব ছিল তাঁর। সচিন দেশের জার্সিতে ৬৩ বার ম্যাচের সেরা হয়েছেন। যা আজও নজির।  

8/11

সেঞ্চুরির রাজা

Century King

টেস্টে ৫১টি ও ওয়ানডে আন্তর্জাতিকে ৪৯টি সেঞ্চুরি মিলিয়ে মোট সেঞ্চুরির সংখ্যা ১০০। কোনও ক্রিকেটারের সেঞ্চুরির সেঞ্চুরি নেই।   

9/11

সবচেয়ে বেশি নাইন্টিজ

Most 90s

সচিন সর্বাধিক বার নয়ের ঘরে আউট হয়েছেন। ২৮ বার (১৮ বার ওয়ানডে ফরম্যাটে ও ১০ বার টেস্টে) ফিরেছেন নয়ের ঘরে।

10/11

বিশ্বকাপে সর্বাধিক রান

Most runs in World Cups

বিশ্বকাপের (৫০ ওভারের) এক আসরে সচিনের রয়েছে সর্বাধিক রান। ৬৭৩ রান করেছেন তিনি। পাশাপাশি ১৯৯২-২০১১ পর্যন্ত বিশ্বকাপ খেলে সচিন করেছেন ২২৭৮ রান। বিশ্বকাপের সর্বকালীন রানের রেকর্ডও সচিনের ঝুলিতে।

11/11

টেস্টে সবচেয়ে বেশি চার

Maximum boundaries in Test cricket

লাল বলের ক্রিকেটে সচিন মেরেছেন ২০৫৮টি চার। বিশ্বের আর কোনও ব্যাটার ২০০০-এর ওপর চার মারতে পারেননি টেস্টে।