Happy Birthday Sachin Tendulkar: জীবনের বাইশ গজে সচিনের ৫০, 'ক্রিকেট ঈশ্বর'-এর যে রেকর্ডগুলি ভাঙা প্রায় অসম্ভব!
1/11
শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকর, কোটি কোটি ভক্তের রক্ত মাংসের ভগবান। ২৪ এপ্রিল, জীবনের বাইশ গজে 'ক্রিকেট ঈশ্বর' করলেন হাফ-সেঞ্চুরি। আবেগের মহাসুনামির শব্দ 'সচিন...সচিন...'! 'মাস্টার ব্লাস্টার', 'লিটল মাস্টার', 'লিটল চ্যাম্পিয়ন' ও 'রান মেশিন'! কতই না নাম সচিনের। সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটারের জন্মদিনে তুলে ধরা হল, তারই কিছুই রেকর্ড, যা কার্যত ভাঙা অসম্ভব। এখনও যা সচিনের নামের পাশেই লেখা রয়েছে। প্রায় দুই দশকের বর্ণময় কেরিয়ারে যদিও সচিনের সব রেকর্ড লিপিবদ্ধের জন্য এক প্রতিবেদনও কম পড়ে যাবে। (সচিন এই ছবিটি ফেসবুকে পোস্ট করে সোমবার লিখেছেন টি টাইম: অপরাজিত ৫০)
2/11
প্রতি দেশের বিরুদ্ধে শতরান
photos
TRENDING NOW
3/11
এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ১৫০ প্লাস
4/11
সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার নজির
5/11
ওয়ানডে ও টেস্ট মিলিয়ে সর্বাধিক রান
6/11
ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরিতেই অভিষেক
7/11
সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ
8/11
সেঞ্চুরির রাজা
9/11
সবচেয়ে বেশি নাইন্টিজ
10/11
বিশ্বকাপে সর্বাধিক রান
11/11
টেস্টে সবচেয়ে বেশি চার
photos