অভিনব বার্তা, সাইকেল চড়ে মন্ত্রকের দায়িত্ব নিলেন দিল্লির সাংসদ হর্ষ বর্ধণ

Jun 03, 2019, 12:45 PM IST
1/8

আজ বিশ্ব বাই-সাইকেল দিবস। পেট্রোল-ডিজেল চালিত যানবাহনের কোলাহলে ত্রস্ত পরিবেশ। দম বন্ধ হওয়ার জোগাড় প্রকৃতির। এমতাবস্থায় সুস্থ পরিবেশ ফিরে পেতে সাইকেলের জুড়ি মেলা ভার। পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে পথে নামলেন মোদীর ক্যাবিনেটের মন্ত্রীও। আজ সাইকেলে চড়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব নিলেন দিল্লির সাংসদ হর্ষ বর্ধণ।

2/8

এর আগে হর্ষ বর্ধণ বাই-সাইকেল দিবস নিয়ে একটি টুইটও করেন। তিনি বলেন, সাইকেল চালানো সহজ, সস্তা এবং পরিবেশ বান্ধব।

3/8

স্বাস্থ্যের পাশাপাশি হর্ষ বর্ধণ বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান বিষয়ক মন্ত্রী-ও। 

4/8

দিল্লির চাঁদনি চক লোকসভা কেন্দ্র থেকে জিতে দ্বিতীয়বারের জন্য মোদীর ক্যাবিনেটের মন্ত্রী হন।

5/8

২০১৩ দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী  হিসাবে হর্ষ বর্ধণকে মনোনীত করা হয়।

6/8

২০১৪ সালে বিজ্ঞান, প্রযুক্তি, ভূ বিজ্ঞান এবং পরিবেশমন্ত্রক সামলেছেন হর্ষ বর্ধণ।

7/8

২০১৪ সালে বিজ্ঞান, প্রযুক্তি, ভূ বিজ্ঞান এবং পরিবেশমন্ত্রক সামলেছেন হর্ষ বর্ধণ।

8/8

বিশ্ব বাই-সাইকেল দিবসে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকেও রাস্তায় সাইকেল র্যালি করতে দেখা যায়।