10 Highest Paid Athletes In 2023: মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যপক ধনবর্ষা! ফোর্বসের বিচারে টাকার গদিতে প্রথম দশে যাঁরা

| May 03, 2023, 16:10 PM IST
1/11

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যপক ধনবর্ষায় ভেসে গিয়েছেন তাঁরা। ফোর্বস ম্যাগাজিন জানিয়ে দিল যে, ২০২২ সালের উপার্জনের ভিত্তিতে টাকার গদিতে প্রথম দশে কোন অ্যাথলিটরা। মাঠ ও মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিদের উপার্জন মিলিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। অ্যাথলিটরা খেলে যে পুরস্কার মূল্য, বেতন ও বোনাস পান, তা যেমন ধরা হয়েছে, তেমনই যোগ করা হয়েছে তাঁদের বিভিন্ন কোম্পানির সঙ্গে স্পনরসরশিপ চুক্তি, অ্যাপিয়ারেন্স ফি ও মেমোরাবিলা। তালিকায় ফুটবলার ও বাস্কেটবল খেলোয়াড়দের সংখ্যাই বেশি।  

2/11

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo

তালিকায় সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের পর্তুগিজ মহাতারকার গতবছরের উপার্জন ১০৯ মিলিয়ন পাউন্ড  

3/11

লিও মেসি

Lionel Messi

দুয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। পিএসজি-র সুপারস্টারের গতবছরের উপার্জন ১০৪ মিলিয়ন পাউন্ড     

4/11

কিলিয়ান এমবাপে

Kylian Mbappe

তিনে মেসির ক্লাব সতীর্থ ও ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে। 'নিনজা টার্টল' ২০২২ সালে উপার্জন করেছেন ৯৬ মিলিয়ন পাউন্ড  

5/11

লেব্রোন জেমস

LeBron James

চারে বাস্কেটবলের মহানক্ষত্র লেব্রোন জেমস। গতবছর তিনি উপার্জন করেছেন ৯৫ মিলিয়ন পাউন্ড।  

6/11

ক্যানসেলো আলভারেজ

Canelo Alvarez

পাঁচে মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। গতবছর তিনি উপার্জন করেছেন ৮৮ মিলিয়ন পাউন্ড।  

7/11

ডাস্টিন জনসন

Dustin Johnson

ছয়ে গলফ স্টার ডাস্টিন জনসন। গতবছর ডাস্টিনের পকেটে এসেছে ৮৬ মিলিয়ন পাউন্ড।  

8/11

ফিল মিকেলসন

Phil Mickelson

সাতে আরেক গল্ফার। ফিল মিকেনসন গতবছর উপার্জন করেছেন ৮৫ মিলিয়ন পাউন্ড।  

9/11

স্টিফেন কারি

Stephen Curry

আটে রয়েছেন আরেক বাস্কেটবল স্টার। স্টিফেন গতবছর উপার্জন করেছেন ৮১ মিলিয়ন পাউন্ড।  

10/11

রজার ফেডেরার

Roger Federer

নয়ে রাজা রজার। টেনিসের সর্বকালের অন্যতম সেরা গতবছর উপার্জন করেছেন ৭৬ মিলিয়ন পাউন্ড।  

11/11

কেভিন ডুরান্ট

Kevin Durant

তালিকায় সবার শেষে কেভিন ডুরান্ট। শেষও এক বাস্কেটবল খেলোয়াড়। ডুরান্ডের ২০২২ সালে উপার্জন ছিল ৭২ মিলিয়ন পাউন্ড।