সতর্ক হোন HDFC ব্যাঙ্কের গ্রাহকরা, দেখে নিন নিয়মগুলি

Jan 16, 2019, 23:12 PM IST
1/5

সাম্প্রতিককালে একের পর এক প্রতারণার ঘটনার পর গ্রাহকদের সতর্ক করল এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, অজান্তেই গোপন তথ্য তৃতীয় পক্ষকে দিয়ে দিচ্ছেন গ্রাহকরা। আর সেই সুযোগ তুলছে প্রতারকরা। 

2/5

সিম সোয়াইপের মাধ্যমে এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ১.৮৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মুম্বইয়ের সাইবার ক্রাইম শাখা। 

3/5

এমন ঘটনার পর গ্রাহকদের উদ্দেশে এইচডিএফসি-র সতর্কবার্তা, সতর্ক থাকুন। পিন, সিভিভি ও নেট ব্যাঙ্কিংয়ের আইডি-পাসওয়ার্ড কাউকে দেবেন না। 

4/5

মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মাধ্যমে নিজের ব্যাঙ্ক খাতার গোপনীয় তথ্য দেবেন না।    

5/5

ইন্টারনেটে আর্থিক লেনদেন করার সময় সাবধান থাকুন। কোনও সন্দেহজনক লিংক খুললে তত্ক্ষণাত্ লেনদেন বন্ধ করুন। কোনও সমস্যা হলে যোগাযোগ করুন ব্যাঙ্কের সঙ্গে। নিয়মিত ব্যাঙ্কের ব্যালান্স নজরে রাখুন।