কিডনিতে জমা পাথর প্রাণঘাতী হতে পারে! আগেভাগে চিনে নিন এই ৫ উপসর্গ থেকে!

Sudip Dey Wed, 01 Jul 2020-5:42 pm,

কিডনির সমস্যাগুলির মধ্যে অন্যতম হল এখানে পাথর হওয়ার সমস্যা। সময় মতো উপযুক্ত ব্যবস্থা না নিতে পারলে এই সমস্যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে! এ বার চিনে নেওয়া যাক কিডনিতে পাথর হওয়ার সাধারণ উপসর্গগুলি...

কিডনির সমস্যা শুরু হলে সকলের আগে প্রভাব পড়বে মূত্রের রঙে। রঙের বদল হলে খেয়াল রাখুন। কিডনিতে পাথর জমলেও লালচে প্রস্রাব হয়। তাই চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। 

দিনের বেশির ভাগ সময় বমি বমি ভাব। অনেক সময় বমিও হতে পারে। এগুলি কিডনিতে পাথর জমার লক্ষণ হতে পারে। 

সারাদিনই জ্বর জ্বর ভাব, শরীরে অস্বস্তি কখনও আবার সঙ্গে বমি হওয়াও কিডনিতে পাথর জমার লক্ষণ হতে পারে। তাই চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

প্রায়ই মূত্রথলি বা প্রস্রাবে সংক্রমণ হওয়া কিডনিতে পাথর জমার লক্ষণ হতে পারে। এ ক্ষেত্রে প্রথম থেকেই সতর্ক হয়ে চিকিৎসা করান। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

কোমরের পিছন দিকে চিনচিনে ব্যথা। এই ব্যথা তীব্র হলেও সাধারণত খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ব্যথা কোমরের পিছন দিক থেকে তলপেটেও ছড়িয়ে পড়তে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link