ডিসেম্বরের মধ্যেই বাজারে মিলবে Sinopharm-এর করোনা টিকা! জানা গেল এর দামও
|
Aug 20, 2020, 13:25 PM IST
1/5
১১ অগাস্ট বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসাবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে রাশিয়ার ‘Sputnik V’-এর নাম। Sputnik V’-এর পরেই বিশ্বের দ্বিতীয় করোনা টিকা হিসাবে Ad5-nCOV-এর রেজিস্ট্রেশন সেরে ফেলেছে চিনা সংস্থা CanSino Biologics।
2/5
এ বার চিনা সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থা Sinopharm-এর করোনা টিকার বাজারে ছাড়ার দিন-ক্ষণ জানা গেল। শুধু দিন-ক্ষণই নয়, জানা গেল এই টিকার দামও। জুন থেকেই এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে সংযুক্ত আরব আমিরশাহীতে।
photos
TRENDING NOW
3/5
Sinopharm-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই বাজারে চলে আসবে সংস্থার তৈরি করোনার টিকা। এই টিকার দাম সম্পর্কে সংস্থা জানিয়েছে, এর দু’টি ডোজের দাম পড়বে ১৪৪.২৭ মার্কিন ডলার, ভারতীয় মূল্যে যার দাম দাঁড়ায় প্রায় ১০,৮০০ টাকা।
4/5
5/5
একটি মার্কিন পত্রিকায় নিজেদের টিকার ট্রায়ালের ফলাফলের কথা জানিয়েছে Sinopharm। সংস্থার দাবি, এখন পর্যন্ত এই টিকার ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের শরীরে কোনও রকম বিরূপ প্রভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। শুধু তাই নয়, করোনা-রোধী অ্যান্টিবডিও তৈরিতেও সক্ষম হয়েছে এই টিকা।