পিছু ছাড়ছে না কিছুতেই! চিনের দু’টি শহরে নতুন করে ছড়াতে শুরু করেছে করোনা!

| Jul 21, 2020, 12:15 PM IST
1/5

২০১৯ সালের জিসেম্বরে চিনের উহানে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। তার পর থেকে দফায় দফায় চিনের একাধিক শহর, অঞ্চলকে ‘করোনা-মুক্ত’ ঘোষণা করার পরেও নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বার বার সামনে এসেছে।

2/5

জানা গিয়েছে, উত্তর পশ্চিম চিনের শিনজিয়ান শহরে নতুন করে ছড়াতে শুরু করেছে করোনা! ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে তৎপরতা। এই শহরে সোমবার ১৭ জনের আক্রান্তের খবর সামনে এসেছে।

3/5

শিনজিয়ান শহরের রাজধানী উরুমকিতে এখনও পর্যন্ত মোট ৪৭ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। শিনজিয়ানের সংলগ্ন শহরগুলিতেও নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

4/5

জানা গিয়েছে, শিনজিয়ান শহরের রাজধানী উরুমকিতে প্রশাসনের পক্ষ থেকে করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই সমস্ত রকম পরিবহনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

5/5

করোনার সংক্রমণ রুখতে প্রশাসনিক ক্ষেত্রে বেশ কড়াকড়ি আইন চালু করা হয়েছে চিনের অধিকাংশ প্রদেশেই। জানা গিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৫ হাজার ৩৭০ জনকে গ্রেফতার করা হয়েছে মহামারী সংক্রান্ত আইন ভাঙার কারণে।