আত্মহত্যা রুখতে অবসাদ কাটানোর নাকের স্প্রে নিয়ে এল জনসন অ্য়ান্ড জনসন

Aug 04, 2020, 12:50 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: দুঃখ, চিন্তা, অবসাদ সবসময়ই মানুষের সঙ্গী। করোনা ও লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ। চিন্তা, অবসাদ বাড়ছে তারিয়ে তারিয়ে। সেখানেই ধরা দিচ্ছে আত্মহত্যার সম্ভাবনা। এবার আত্মহত্যা রুখতে অবসাদ কাটানোর নাকের স্প্রে নিয়ে আসছে জনসন অ্যান্ড জনসন।

2/5

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্য়াডমিনিস্ট্রেশনের তরফে অনুমোদন পেয়েছে এই স্প্রে। এবার আত্মহত্যাকারীদের উপর দ্রুত কার্যকরী এই ওষুধ "স্প্রাভাতো" আম জনতার  হাতে আসবে। এমনটাই জানিয়ছেন জনসন অ্যান্ড জনসনের আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইকেল ক্রেমার।

3/5

২০১৯ সালের মার্চ মাস থেকে প্রায় ৬০০০ জন এই "স্প্রাভাতো" ব্যবহার করেছেন। মাইকেল ক্রেমারের কথা অনুযায়ী আগের অবসাদের ওষুধগুলি যেখানে সপ্তাহখানেক সময় নিত কাজ করতে, সেখানে এটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করবে।  

4/5

পরীক্ষামূলক পর্বে দায়িত্বে থাকা গেরার্ড সানাকোরা জানিয়েছেন, মধ্যবয়সীদের অধিক অবসাদে কার্যকরী হতে পারে এই ওষুধ। ১৯৯৯ থেকে ২০১৬ অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা আমেরিকায় বেড়েছে ৩০ শতাংশ। 

5/5

সেরাটোনিন কিংবা নোরেপিনেফেরিনে নয় গ্লুটামেন তন্ত্রে কাজ করে এই অ্যানাস্থেটিক ক্যাটামিনযুক্ত ওষুধ। এখানেই প্রচলিত অবসাদ কাটানোর ওষুধগুলি থেকে আলাদা এটি। তবে এই ওষুধ শর্তসাপেক্ষে সীমিত সময়ের জন্যই ব্য়বহার করা যাবে।