বিশ্বের কাছে বড় খবর! করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম অক্সফোর্ডের টিকা!

| Jul 20, 2020, 21:05 PM IST
1/5

প্রত্যাশিত ভাবেই ভাল ফল মিলল অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফলে। করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম হয়েছে এই টিকা!

2/5

সোমবার সকাল থেকেই এই ট্রায়ালের ফলাফলের দিকে নজর ছিল গোটা বিশ্বের। ব্রিটিশ পত্রিকা ‘দি ল্যানসেট’ (The Lancet)-এ অক্সফোর্ডের করোনা টিকার ফলাফল প্রকাশিত হল।

3/5

এই টিকার প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল অনুযায়ী, এটি শুধুমাত্র করোনা-রোধী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তেই সক্ষম হয়নি, একই সঙ্গে এটি সম্পূর্ণ নিরাপদ ও সহনশীল!

4/5

অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল মিলিয়ে ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের উপর শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। শীঘ্রই শেষ হবে ট্রায়াল। তার মধ্যেই এই ফলাফল নিশ্চিত করল, এই টিকার কোনও বিরূপ প্রভাব নেই।

5/5

গত মাসেই অক্সফোর্ডের প্রতিষেধক গবেষণার প্রধান ডঃ সারা গিলবার্ট জানান, করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়েছে এই টিকা। ব্রিটিশ পত্রিকা ‘দি ল্যানসেট’-এ প্রকাশিত ফলাফলে তারই প্রমাণ মিলল।