করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত, সুরক্ষার মেয়াদ অনুমান নির্ভর, মত মার্কিন বিশেষজ্ঞের

| Jul 07, 2020, 19:54 PM IST
1/5

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

করোনার প্রথম তরঙ্গের (First Wave) ধাক্কাই এখনও সামলে উঠতে পারেনি আমেরিকা। আরও বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে! সতর্ক করে দিলেন নামী মার্কিন অ্যালার্জি এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ অ্যান্থনি ফৌসি।

2/5

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

১৯৮৪ সাল থেকেই আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সাস ডিজিজ-এর ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন ডঃ ফৌসি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিশ্ব মহামারি নিয়ে বলতে গিয়ে এ কথা বলেন ডঃ অ্যান্থনি ফৌসি।

3/5

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

একটি প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যমকে এই মার্কিন বিশেষজ্ঞ জানান, সম্প্রতি আমেরিকায় একদিনে ৪০ হাজারের বেশি করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে। করোনা সংক্রমণ রোধের ক্ষেত্রে ভুল পথে এগচ্ছে আমেরিকা। তাছাড়া, করোনা মোকাবিলার ক্ষেত্রে শুধুমাত্র প্রতিষেধকের উপর ভরসা করা ঠিক নয়।

4/5

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

ডঃ ফৌসি জানান, প্রতিনিয়ত এখানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, মানুষ জমায়েত করছেন, অনেকেই মাস্ক পরছেন না এবং মেনে চলছেন না কোনও সুরক্ষা নির্দেশিকা। এ ভাবে চলতে থাকলে শীঘ্রই দৈনিক ১ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন আমেরিকায়!

5/5

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

করোনার বিরুদ্ধে টিকার প্রতিরোধের ক্ষমতা সীমিত!

ডঃ ফৌসি জানান, করোনার বিরুদ্ধে প্রতিষেধকের সুরক্ষা দেওয়ার ক্ষমতা সীমিত। কোনও প্রতিষেধকই এই ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারবে না। করোনার বিরুদ্ধে কোনও টিকা কতদিন পর্যন্ত সুরক্ষা নিশ্চিত করতে পারবে, তা এখনও অনুমানের উপরেই নির্ভরশীল। তাই করোনা মোকাবিলার ক্ষেত্রে শুধুমাত্র প্রতিষেধকের উপর নির্ভর করাটা অনুচিত।