Greece wildfire: দাবানলের আগুনে পুড়ছে গ্রিস, ইউরোপজুড়ে ভয়ঙ্কর দাবদাহ

Aug 02, 2021, 15:40 PM IST
1/7

Greece wildfire: গ্রিসে দাবানল

Greece wildfire: গ্রিসে দাবানল

দাউদাউ করে জ্বলছে বন। দাবানলের গ্রাসে একের পর এক গ্রাম। গ্রিসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রামে  ভয়াবহ দাবানল।  মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন। 

2/7

Turkish blazes: টার্কির তাপপ্রবাহ

Turkish blazes: টার্কির তাপপ্রবাহ

জ্বলে গিয়েছে প্রচুর বাড়ি, দোকান, বসত এলাকা। আফ্রিকা থেকে আগত উত্তপ্ত বাতাসের কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে একটি তাপপ্রবাহ ভূমধ্যসাগর জুড়ে দাবানল সৃষ্টি করেছে ইতালি এবং গ্রিসে।

3/7

Flames rise: দাবদাহ

Flames rise: দাবদাহ

অগ্নিকাণ্ডের জেরে তুরস্কে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। গ্রিসে কারও মৃত্যুর খবর নেই। তবে ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ জন।

4/7

village of Ziria: জিরিয়া গ্রাম

village of Ziria: জিরিয়া গ্রাম

বুধবার সন্ধেতে স্কিনোস গ্রাম সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা দাবানলে পরিণত হয়। 

5/7

Patras: পাত্রাসের কাছে

Patras: পাত্রাসের কাছে

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় ১৮০ জন দমকল আধিকারিক, ৬২ টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে ১৭টি বিমান ও হেলিকপ্টারও। 

6/7

Burned houses: ঘরবাড়ি জ্বলছে

Burned houses: ঘরবাড়ি জ্বলছে

ভূমধ্যসাগরের তীর ঘেঁষা তুরস্ক, গ্রিস, ইটালির এই শান্ত এলাকাগুলি পর্যটকদের কাছে বিশেষ প্রিয়। এ সব এলাকায় আয়ের একটা বড় অংশ আসে পর্যটন থেকে। কিন্তু দাবানলে ঝলসে গেল বসতি থেকে জঙ্গল। 

7/7

wildfire continues: ওয়াইল্ডলাইভ দেশ

wildfire continues: ওয়াইল্ডলাইভ দেশ

গ্রিসের গড় তাপমাত্রা এখন ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৬টি আগুন লেগেছে দেশের পশ্চিমাঞ্চলে।