পশ্চিমী গরম হাওয়া ঢুকছে, তাপপ্রবাহ চলবে রাজ্যের ৮ জেলায়

May 18, 2019, 15:40 PM IST
1/5

বৃষ্টির নামগন্ধ নেই, এদিকে গরম যেন খালি বেড়েই চলেছে। নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামিকাল ভোটের দিন গরম আরও বাড়বে।

2/5

পাশাপাশি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, গরম পশ্চিমী হাওয়া ঢুকছে। আর তার জেরেই চলবে তাপপ্রবাহ।

3/5

পূর্ব ও পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে চলবে তাপপ্রবাহ।

4/5

কলকাতায় পারদ ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে আর্দ্রতা। অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, নদীয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতেও।

5/5

রবিবার বিকালের আগে বৃষ্টির কোনও সম্ভাবনা-ই নেই। তবে আশার খবর, আন্দামান নিকোবরে বর্ষা ঢুকে গিয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে পোর্টেব্লেয়ারেও ঢুকে পড়বে বর্ষা।