প্রবল শুষ্ক গরমের সতর্কবার্তা, রাজ্যে চলবে তাপপ্রবাহ! হতে পারে হিট স্ট্রোক...

কদিনের বৃষ্টিতে একটু স্বস্তি মিলেছিল। কিন্তু তারপরই আবার শুরু হয়ে গিয়েছে অস্বস্তিকর প্যাঁচপেচে গরম। সবে এপ্রিলের প্রথম সপ্তাহ, এরপর...

Apr 06, 2023, 20:54 PM IST
1/6

বাংলায় তাপপ্রবাহ!

Heatwave in Bengal

সন্দীপ প্রামাণিক: সারা রাজ্যজুড়ে বাড়তে চলেছে তাপমাত্রা। তাপপ্রবাহের পরিস্থিতি। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

2/6

বাংলায় তাপপ্রবাহ!

Heatwave in Bengal

বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত আলিপুরে ৩৬.৫, সল্টলেক ৩৭.৩, বাঁকুড়ায় ৩৮.২, মালদায় ৩৭.২, আসানসোলে ৩৬.৫, শ্রীনিকেতনে ৩৬.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। 

3/6

বাংলায় তাপপ্রবাহ!

Heatwave in Bengal

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা সব থেকে বেশি থাকবে গোটা রাজ্যে। 

4/6

বাংলায় তাপপ্রবাহ!

Heatwave in Bengal

এই ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

5/6

বাংলায় তাপপ্রবাহ!

Heatwave in Bengal

আলিপুর আবহাওয়া দফতর থেকে একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এই গরম আবহাওয়া থেকে শিশু ও বয়স্কদের সাবধানে রাখতে বলা হচ্ছে। 

6/6

বাংলায় তাপপ্রবাহ!

Heatwave in Bengal

একইসাথে আরও বলা হয়েছে, ১০ থেকে  ১৫ তারিখের মধ্যে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকতে পারে। সবচেয়ে চিন্তার বিষয় শুষ্ক গরম থাকবে। এই শুষ্ক গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।