Jalpaiguri: ঝড়বৃষ্টিতে বেগুনচাষে বিশাল ক্ষতি, মাথায় হাত কৃষকদের...

Jalpaiguri: ঝড়-শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে কয়েকশো বিঘা বেগুনখেত। জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের‌‌ তিস্তা পাড়ে ভয়ংকর শিলাবৃষ্টিতে‌ বিধস্ত কৃষিজমি।‌ বেগুনের‌ দাম‌ নেমে গিয়েছে প্রতি‌ কেজি‌ পাঁচ টাকায়!

| Apr 15, 2024, 14:47 PM IST

প্রদ্যুত দাস: ঝড়-শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে কয়েকশো বিঘা বেগুনখেত। জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের‌‌ তিস্তা পাড়ে ভয়ংকর শিলাবৃষ্টিতে‌ বিধস্ত কৃষিজমি। পরিস্থিতি এমন‌ হয়েছে যে,‌ বেগুনের‌ দাম‌ নেমে গিয়েছে প্রতি‌ কেজি‌ পাঁচ টাকায়! বেগুনখেত ছাড়াও ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ভুট্টা, ঢেঁড়শ‌, টমেটো-সহ প্রায় সমস্ত রকম সবজির।

1/7

ঘূর্ণিঝড়

গত ৩১ মার্চের‌ ঘূর্ণিঝড়ের‌ পরেও ফের‌ প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। 

2/7

ক্ষতিগ্রস্ত কৃষিই

প্রায় আধ ঘণ্টার ঝড় ও শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিই। 

3/7

শিলাবৃষ্টি

কৃষকরা জানান, শিলাবৃষ্টির প্রভাবে কয়েকশো বিঘা‌ বেগুনখেত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। 

4/7

সবজিচাষে ক্ষতি

এছাড়া অন্যান্য সবজি চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে প্রচুর কৃষিজমি। 

5/7

ঝড়বৃষ্টিতে‌

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চৈত্র মাসের শেষে লাগাতার ঝড় ও শিলাবৃষ্টিতে‌ ঝিঙে, শসা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, কাঁচালঙ্কা-সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হয়েছে।

6/7

বেগুনক্ষেতে

কী ভাবে এই ক্ষতি সামলাবেন বুঝতে পারছেন না কৃষকরা।‌ বিঘার পর বিঘা বেগুনক্ষেত-সহ অন্যান্য সবজি নষ্ট হয়েছে। 

7/7

ক্ষয়ক্ষতির পরিমাণ‌

ক্ষয়ক্ষতির পরিমাণ‌ খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন জেলা কৃষি দফতরের‌ আধিকারিকরা।‌