ভয়ংকর! জলের তোড়ে কোথাও ভাঙল সেতুর পিলার, কোথাও নদীই উঠে এল রাস্তায়...
Heavy Rain: নিম্নচাপের বৃষ্টির জেরে নদীর জলের তোড়ে ভেসে গেল সেতুর পিলার। নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইল জল।
মনোরঞ্জন মিশ্র ও সৌরভ চৌধুরী: নিম্নচাপের বৃষ্টির জেরে নদীর জলের তোড়ে ভেসে গেল সেতুর একটি পিলার। বাংলা ও ঝাড়খণ্ড সংযোগকারী সাপই নদীর সেতুতে যাতায়াত বন্ধ করে দিল প্রশাসন। যোগাযোগ বিচ্ছিন্ন বাংলা ও ঝাড়খণ্ডের। জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। যার ফলে জামবনি ব্লকের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
1/7
ডুমুরডি গ্রামের সাপই নদীতে
২০০৯ সালে ঝালদা থানার অন্তর্গত ঝালদা গোল সড়ক পথের ডুমুরডি গ্রামের সাপই নদীতে সেতু তৈরি হয়েছিল। প্রতিদিনই ওই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে যাত্রীবাহী, পণ্যবাহী অসংখ্য ছোট যানবাহন যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিনই সেতুটির অবস্থা বেহাল। বিভিন্ন প্রসাশনিক দফতরে জানিয়েও সেতুর সংস্কার হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
2/7
ভাঙল সেতুস্তম্ভ
photos
TRENDING NOW
3/7
নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি
4/7
কোনওক্রমে
5/7
যোগাযোগবিচ্ছিন্ন
6/7
চিল্কিগড়ে ডুলুং নদী
7/7
ডুলুং নদীর উপর সেতুর দাবি
photos