সারা সপ্তাহ জুড়েই চলবে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হবে? জেনে নিন

Sep 07, 2020, 15:49 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গে সারা সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টি চলবে। মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

2/5

একটি মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

3/5

এর পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরেও।

4/5

অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার পর্যন্ত।   

5/5

পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।