রাতভর বৃষ্টির জেরে ভাসছে বাণিজ্য নগরী, এক হাঁটু জলে সড়ক-রেল, বাতিল ১৩ ট্রেন
রাতভর বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। সকালেও চলছে টানা বৃষ্টি।
জানা যাচ্ছে, ভোর ৪টে থেকে ৫ পর্যন্তই ১০০ মিলি মিটার বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটার।
যার জেরে সড়ক, রেল এক হাঁটু জলের তলায়। শামুক গতিতে চলছে ট্রেন।
সোমবার ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে।
এক যাত্রীর কথায়, পালগড় স্টেশন থেকে ৮.০৫ নাগাদ ট্রেন ছাড়ে। ঘণ্টায় মাত্র ৩০ কিলোমিটার বেগে চলছে লোকাল ট্রেন।
বেশি কিছু এক্সপ্রেসের রুটও বদল করা হয়েছে। প্রায় সব ট্রেনই চলছে কিন্তু দেরিতে।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, মুম্বই, থানে, রায়গাদ এবং পলগড় আরও বেশ কয়েক ঘণ্টা বৃষ্টি হতে পারে।