স্বর্গ-নরকের এমন সহাবস্থান কখনও দেখেছেন!

Sep 09, 2018, 18:36 PM IST
1/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_1

নাম ওয়াট রং খুন। থাইল্যান্ডে একে হোয়াইট টেম্পল বা সাদা মন্দির বলে ডাকে দর্শনার্থীরা। এই মন্দিরের ভাবনা স্বর্গ ও নরকের পাশাপাশি সহাবস্থান।

2/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_2

এই মন্দিরের স্থাপত্যকার চালের্মচাই কোসিটপিপাট। তাঁর মস্তিস্কপ্রসূত তৈরি হয়েছে মন্দিরখানি। তিনি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মন্দিরটি তৈরি করতে।

3/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_3

মন্দিরের প্রবেশপথে দেখা যাবে অসংখ্য মানুষের হাত। এটাকেই নরক হিসাবে তুলে ধরা হয়েছে। ক্ষুধার্ত মানুষের লোভ, অহংকার, আর্তি সবাই ধরা পড়েছে স্থাপত্যে।

4/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_4

বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে এই মন্দিরে। নরকের উপর দিয়ে চলে গিয়েছে একটি সেতু। সেই সেতুর সম্মুখে দাঁড়িয়ে স্বর্গের প্রহরীরা। আপনাকে অভ্যর্থনা জানাতে সবসময় তত্পর তাঁরা।

5/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_5

এই মন্দিরে সেতুখানি উল্লেখযোগ্য অর্থ বহন করছে বলে মনে করেন  স্থাপত্যকারী। বৌদ্ধ ধর্মের মতে, এই সেতুটি হল নরক থেকে স্বর্গে উত্তীর্ণ হওয়ার এক মাত্র পথ।

6/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_6

এরপর বিরাজমান যে মন্দির, তার শরীরে সর্বত্র আধুনিক এবং সাবেক শিল্পকলার ছোঁয়া। থাইল্যান্ডের ধর্ম এবং সংস্কৃতির ছোঁয়া সর্বত্র।

7/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_7

জেনে নেওয়া যাক এই ভাস্কর্যকলার রূপকারের সম্বন্ধে। আগেই বলেছি, তিনি হলে চালের্মচাই কোসিটপিপাট।

8/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_8

কোসিটপিপাটের জন্ম থাইল্যান্ডের চিয়াং রাইয়ে। সে দেশের শিল্পকলা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে থাইল্যান্ডের বিভিন্ন বৌদ্ধস্তূপের তৈরির কাজে হাত লাগান তিনি।

9/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_9

সাবেক শিল্পের সঙ্গে আধুনিকতার ছোঁয়া মিশিয়ে নিজস্ব ঘরানার শিল্পকলা তৈরি করেছেন কোসিটপিপাট। এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কায় থাকেন।

10/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_10

দেশ বিদেশে কোসিটপিপাট এখন এতটাই জনপ্রিয় যে নিজেই ১০ হাজার ডলার খরচ করে যে কোনও প্রোজেক্ট ঝাঁপিয়ে পড়তে পারেন।  

11/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_11

চিয়াম মাই-তে ২০১৪ সালের ভূমিকম্পে বড়সড় ক্ষতির মুখে পড়েছিল তাঁর তৈরি মন্দিরগুলি।

12/12

স্বর্গ-নরকের সহাবস্থান:

Heaven_12

তবে, তিনি হেরে যাননি। এক দল ইঞ্জিনিয়ার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাঁদের সহযোগিতায় থাইল্যান্ডের মন্দিরগুলির পুনর্নিমাণ শুরু করেন তিনি।