1/6
দিনের মধ্যে রান্নাঘরে বেশ কিছুটা সময় কাটাতে হয়
![দিনের মধ্যে রান্নাঘরে বেশ কিছুটা সময় কাটাতে হয়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/10/344517-oil-five.jpg)
2/6
যে সব শিশিতে তেল রাখা হয় সেগুলো আরও বেশি করে চটচটে হয়
![যে সব শিশিতে তেল রাখা হয় সেগুলো আরও বেশি করে চটচটে হয়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/10/344516-oil-four.jpg)
রান্নাঘরে রান্না করলেই চারিদিকে হলুদ, তেল, মশলা গুঁড়ো ছড়াবেই কিন্তু সমস্যা হল চিমনি থাকার পরেও রান্নাঘরে থাকা শিশি-বোতল তেল চটচট করে। নিয়মিত তা পরিস্কার করতে হয়। যে সব শিশিতে তেল রাখা হয় সেগুলো আরও বেশি করে চটচটে হয়। তাই সেগুলি নিয়মিত পরিস্কা করা দরকার। নইলে রান্না করতে গেলে তেলের শিশি হাত থেকে পড়ে গিয়ে যে কোনও অঘটন ঘটতে পারে।
photos
TRENDING NOW
3/6
প্রতিদিন তেলের বোতলে শুকনো ময়দা মাখিয়ে ধুয়ে নিন
![প্রতিদিন তেলের বোতলে শুকনো ময়দা মাখিয়ে ধুয়ে নিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/10/344514-oil-three.jpg)
সাধারণত স্টিল, প্লাস্টিক কিংবা কাঁচের শিশি ব্যবহার করা হয় তেল রাখার জন্য। এবার এই সব বোতল পরিস্কার করার জন্য সাধারণ ভাবে গরম জল কিংবা লিক্যুইড ডিশ ওয়াশার ব্যবহার করা হয়। অনেকে আবার ভিনিগার কিংবা কুকিং সোডাও ব্যবহার করেন। প্রতিদিন তেলের বোতলে শুকনো ময়দা মাখিয়ে ধুয়ে নিন। দেখবেন বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে।
4/6
একটা বালতিতে খানিকটা ইষদুষ্ণ জল দিয়ে ভর্তি করুন
![একটা বালতিতে খানিকটা ইষদুষ্ণ জল দিয়ে ভর্তি করুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/10/344513-oil-two.jpg)
5/6
জলের বোতলও কিন্তু একই পদ্ধতিতে পরিস্কার করতে পারেন
![জলের বোতলও কিন্তু একই পদ্ধতিতে পরিস্কার করতে পারেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/10/344512-oil-one.jpg)
photos