বৃহস্পতি ২৬ হাজার,শুক্র ২৭ হাজার,শনি ২৯ হাজার ছঁইছুঁই -প্রতি বারই রেকর্ড করোনা আক্রান্ত

Jul 12, 2020, 11:09 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ফের দেশে করোনা আক্রান্তয় রেকর্ড। শনিবার সকাল ৮ টার তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট ২৮ হাজার ৬৩৭ জন আক্রান্ত হয়েছেন। যা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ।

2/5

দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩। যার মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত গোটা ভারতে নোভেলে মৃত্যু হয়েছে ২২ হাজার ১২৩ জনের। যদিও স্বস্তির খবর যে দেশে সুস্থতার হার ৬২.৯২ শতাংশ।

3/5

গতকালই বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। করোনা আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে অভিষেক বচ্চনও। দুজনেই মুম্বইর নানাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন।  

4/5

এই মুহুর্তে মহারাষ্ট্রর মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৪৬ হাজার ৬০০। সে রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৬ হাজার ৯৮৫ জন। প্রাণ হারিয়েছেন ১০ হাজার ১১৬ জন।  

5/5

মহারাষ্ট্রর পরেই দেশে বেহাল দশা তামিলনাড়ু ও দিল্লির। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৩৪ হাজার ২২৬। দিল্লির আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ২৮ হাজার ৪৫৩। রাজ্যভিত্তিক এই তথ্য মিলেছে সংবাদমাধ্যমের প্রতিবেদন মারফত।