প্রথম এত কাছাকাছি ধরা দিল সূর্য, দেখে নিন কী রয়েছে ভিতরে?

Jan 30, 2020, 17:26 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: একটা আস্ত আগুনের গোলা। কাছাকাছি যাওয়া দুষ্কর। অগত্যা দূর থেকে ছবি তোলাই বাঞ্চনীয়।  উচ্চক্ষমতাসম্পন্ন টেলিস্কোপে একেবারে কাছ থেকে ধরা দিল সূর্য। হাওয়াইয়ের National Science Foundation’s Daniel K. Inouye Solar Telescope-এ ধরা পড়েছে সূর্যের ছবি।   

2/5

সূর্যের এত কাছ থেকে ছবি আগে কখনও প্রকাশ্যে আসেনি। ছবিতে দেখা যাচ্ছে, সহস্র কোষ। তার উপরে ফুটন্ত গ্যাস অথবা লাভার আস্তরণ। 

3/5

কোষগুলি থেকে তাপ নির্গত হয়ে বাইরের আস্তরণকে উত্তপ্ত করে। সেখান থেকে  বেরিয়ে আসে লাভা। গোটা প্রক্রিয়া কোষগুলি শীতল থাকে। সেগুলি ডুবে থাকা উত্তপ্ত বস্তুর মধ্যে। সৌরমণ্ডলে সেই তাপ ছড়িয়ে পড়ে।

4/5

সূর্যের উপরিভাগের আস্তরণকে বলে কোরোনা। সূর্যের ভূপৃষ্ঠের চেয়ে তা বেশি উত্তপ্ত। 

5/5

কোরোনার উত্তাপ ১ মিলিয়ন ডিগ্রি কেলভিন অথবা (১০০০০০০ ডিগ্রি সেলসিয়াস)। কিন্তু ভূপৃষ্ঠের উত্তাপ মাত্র ৬০০০ কেলভিন বা ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস।