UNICEF-এর প্রথম 'যুব দূত' হলেন হিমা দাস

| Nov 15, 2018, 07:58 AM IST
1/6

1

UNICEF-এর প্রথম 'যুব দূত' হলেন হিমা দাস

#  এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট হিমা দাসকে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড-এর (UNICEF) প্রথম 'যুব দূত' ঘোষণা করা হল বুধবার।

2/6

2

UNICEF-এর প্রথম 'যুব দূত' হলেন হিমা দাস

# বুধবার শিশু দিবসে ইউনিসেফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে 'ইয়ুথ অ্যাম্বাসাডর' হিসেবে হিমা দাসকে নিয়োগ করার কথা সরকারি ভাবে জানানো হয়।  

3/6

3

UNICEF-এর প্রথম 'যুব দূত' হলেন হিমা দাস

# জাকার্তায় এশিয়ান গেমসে একটা সোনা ও দুটো রুপো জিতেছিলেন আসামের হিমা দাস।

4/6

4

UNICEF-এর প্রথম 'যুব দূত' হলেন হিমা দাস

# এশিয়াডে মহিলাদের ৪০০x৪ মিটার রিলেতে সোনা জেতেন হিমা দাস। মিক্সড ৪০০x৪ মিটার রিলেতে রূপো জিতেছিলেন আসামের ঢিং গ্রামের এই মেয়ে। মহিলাদের ৪০০ মিটার ইভেন্টে ৫০.৫৯ সেকেন্ড সময় করে রুপো জিতেছিলেন হিমা।

5/6

5

UNICEF-এর প্রথম 'যুব দূত' হলেন হিমা দাস

# এর আগে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন হিমা দাস।

6/6

6

UNICEF-এর প্রথম 'যুব দূত' হলেন হিমা দাস

# UNICEF-এর প্রথম 'যুব দূত' হওয়ার পর হিমা জানান, "ইউনিসেফ ইন্ডিয়া আমাকে যুব দূত করায় আমি সম্মানিত। আশা করি, শিশুদের স্বপ্নপূরণে প্রেরণা জোগাতে পারব।"