অষ্টম শ্রেণি পর্যন্ত কি আবশ্যিক হিন্দি? কী জানালেন জাভড়েকর?

Jan 10, 2019, 17:07 PM IST
1/5

দেশজুড়ে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দিকে  আবশ্যিক করার সুপারিশ করা হল কে কস্তুরীরঙ্গন কমিটির খসড়ায়।  

2/5

ভারতকেন্দ্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রচলনের উদ্দেশ্য নতুন শিক্ষানীতি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কস্তুরীরঙ্গনের নেতৃত্বাধীন ৯ সদস্যে কমিটিকে। 

3/5

গত ৩১ ডিসেম্বর রিপোর্ট মানবসম্পদ উন্নয়নমন্ত্রকে জমা দিয়েছে ওই কমিটি। এক সদস্য জানিয়েছেন, রিপোর্ট জমা দেওয়ার পর মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন তাঁরা।    

4/5

ওই কমিটির খসড়া শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছে, অষ্টম শ্রেণি পর্যন্ত ভাষা শিক্ষায় আবশ্যিক করা হোক হিন্দি। দেশজুড়ে অঙ্ক ও বিজ্ঞানের পাঠ্যসূচি এক রাখা হোক। স্থানীয় আদিবাসী ভাষা দেবনাগরীর বর্ণমালায় লেখারও সুপারিশ করেছে কমিটি। এরইসঙ্গে পুঁথিগত বিদ্যা নয়, বরং শিক্ষার মাধ্যমে দক্ষতা বাড়ানোয় জোর দেওয়ার পক্ষে সওয়াল করা হয়েছে খসড়ায়।    

5/5

বর্তমানে তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, পশ্চিমবঙ্গ ও অসমের মতো রাজ্যে হিন্দি আবশ্যিক বিষয় নয়। এই সব রাজ্যগুলিতে এই সুপারিশ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। আর তা আঁচ করে মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর দাবি করেছেন, কোনও ভাষাকে আবশ্যিক করার সুপারিশ করা হয়নি। সংবাদমাধ্যমে ভুল তথ্য দেওয়া হয়েছে।