পরিবারকে বাঁচাতে বাধ্য হয়ে ধর্মান্তরিত পাকিস্তানের হিন্দুরা

Mar 25, 2018, 23:39 PM IST
1/7

pak hindus deportion

ভারত থেকে বিতাড়িত পর  পাকিস্তানে অত্যাচারের মুখে সংখ্যালঘু হিন্দুরা।

ভারত থেকে বিতাড়িত পর  পাকিস্তানে অত্যাচারের মুখে সংখ্যালঘু হিন্দুরা।

2/7

500 hindus

রাজস্থান সীমান্তের ওপারেই পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে এপারে এসেছিলেন প্রায় পাঁচশো জন হিন্দু। ভারতে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছিলেন তাঁরা।

রাজস্থান সীমান্তের ওপারেই পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে এপারে এসেছিলেন প্রায় পাঁচশো জন হিন্দু। ভারতে নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছিলেন তাঁরা। 

3/7

deportation

 তবে তাঁদের ফেরত পাঠায় প্রশাসন। ফিরে গিয়ে পরিবার বাঁচাতে তাঁরা ধর্ম পরিবর্তন করছেন বলে অভিযোগ।

তবে তাঁদের ফেরত পাঠায় প্রশাসন। ফিরে গিয়ে পরিবার বাঁচাতে তাঁরা ধর্ম পরিবর্তন করছেন বলে অভিযোগ। 

4/7

matali

সিন্ধপ্রদেশের মাতালি গ্রামে প্রায় পাঁচশো জন হিন্দু ধর্মান্তরিত হয়েছেন। গত দুবছরে রাজস্থানে আশ্রয়ের খোঁজে এসেছেন প্রায় এক হাজার হিন্দু।

সিন্ধপ্রদেশের মাতালি গ্রামে প্রায় পাঁচশো জন হিন্দু ধর্মান্তরিত হয়েছেন। গত দুবছরে রাজস্থানে আশ্রয়ের খোঁজে এসেছেন প্রায় এক হাজার হিন্দু। 

5/7

rajashtan

রাজস্থানে হাইকোর্টে তথ্য দিয়ে সম্প্রতি সিআইডি জানায়, ৯৬৮জন হিন্দুকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। চান্দু বিল নামে একজনের দাবি, তাঁদের জোর করে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে প্রশাসন।

রাজস্থানে হাইকোর্টে তথ্য দিয়ে সম্প্রতি সিআইডি জানায়, ৯৬৮জন হিন্দুকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। চান্দু বিল নামে একজনের দাবি, তাঁদের জোর করে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে প্রশাসন। 

6/7

pak hindu

 পাকিস্তানে ইতিমধ্যেই একাধিক গ্রামে হিন্দুদের জনসংখ্যাকমতে শুরু করেছে। অত্যাচার এড়াতে বাধ্য হয়েই তাঁরা ধর্মান্তিরত হচ্ছেন বলে দাবি।

পাকিস্তানে ইতিমধ্যেই একাধিক গ্রামে হিন্দুদের জনসংখ্যা কমতে শুরু করেছে। অত্যাচার এড়াতে বাধ্য হয়েই তাঁরা ধর্মান্তিরত হচ্ছেন বলে দাবি। 

7/7

long time

দীর্ঘদিন ধরেই জোর করে ধর্মান্তরণ চলছে বলে দাবি করেছেন সীমান্ত লোক সংগঠনের সভাপতি হিন্দু সিং সোধা।

দীর্ঘদিন ধরেই জোর করে ধর্মান্তরণ চলছে বলে দাবি করেছেন সীমান্ত লোক সংগঠনের সভাপতি হিন্দু সিং সোধা।