পাঁচ হাজার বছরের প্রাচীন প্রদীপ, কেন পঞ্চতত্বের প্রতীক?

Nov 05, 2018, 22:46 PM IST
1/5

প্রদীপের ইতিহাস

pradip_4

কালীপুজোর পরের দিন দিওয়ালি বা দীপাবলি। ওই দিন ঘরের ভিতরে ও বাইরে প্রদীপ জ্বালানোর রেওয়াজ। জানলে অবাক হবেন, প্রদীপের ইতিহাস ৫০০০ বছরের। 

2/5

প্রদীপের ইতিহাস

pradip_3

মহেঞ্জোদারোতে মাটিখনন করে পাওয়া গিয়েছে মাটির প্রদীপ। তখন ঘরে আগুন জ্বালাতে প্রদীপ ব্যবহার করা হত বলে জানা গিয়েছে। 

3/5

প্রদীপের ইতিহাস

pradip_2

প্রথম দিকে পাথরের প্রদীপ বানিয়ে আলো জ্বালানো হত। তারপর আসে মাটির প্রদীপ। মোমবাতিও এসেছিল পাঁচ হাজার বছর আগেই।   

4/5

প্রদীপের ইতিহাস

pradip_0

কথিত রয়েছে, ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হলে তা শুভ। ঘিয়ের প্রদীপের আলো শরীরে নতুন শক্তির সঞ্চার করে।

5/5

প্রদীপের ইতিহাস

pradip_1

মাটির প্রদীপ পঞ্চতত্বের প্রতীক। প্রদীপ বানাতে লাগে মাটি ও জল। তারপর রোদ ও খোলা হাওয়ায় শুকোতে হয়। তারপর পোড়াতে হয় আগুনে।  অর্থাত্ ভূমি (মাটি), জল, আকাশ, বায়ু ও আগুনের সাহচর্যেই তৈরি হয় প্রদীপ।