অযোধ্যায় রামের প্রত্যাবর্তনের হোলি মিলিয়ে দিল মন্দিরের সমর্থক-বিরোধীদের

Mar 09, 2020, 23:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: 'হোলি খেলে রঘুবীরা অবধ মে হোলি খেলে রঘুবীরা'- রামচন্দ্র সেই কোন কাল থেকে অযোধ্যায় হোলি খেলে আসছেন। কিন্তু,এবারের হোলি যেন তাঁর কাছে ও তাঁর ভক্তদের কাছে বিশেষ উত্সব। সেই রঙ মিলান্তির উত্সবে সম্প্রীতির সুর বাজল রামলালার মন্দিরে।

2/5

অযোধ্যায় রাম মন্দির এখন আর স্বপ্ন নয়, আদালতের নির্দেশে তা এখন বাস্তব। শিগগিরি শুরু হবে মন্দির তৈরির কাজ। ২৫ মার্চ থেকে অস্থায়ী মন্দিরে দর্শন দেবেন রামলালা। জন্মস্থানে ফিরবেন নতুন মন্দির তৈরির পর।তাই এবারের হোলি যেন রামের হোলি।

3/5

ভক্তদের সঙ্গে সাধু-সন্তরা  তো হোলি খেললেনই। ফুল আর আবিরে তাঁদের রাঙিয়ে দিলেন আদালতে বাবরি মসজিদের পক্ষে মামলাকারী ইকবাল আনসারি।ইকবালকে বুকে টেনে ফুলে আর আবিরে রঙিন করে দিলেন সাধু ও ভক্তরা। 

4/5

বেঁচে থাকতে বহুবার আদর্শ রাষ্ট্রের প্রসঙ্গে রামরাজ্যের কথা বলেছেন মহাত্মা গান্ধী। এই হোলিতে রামলালা সাক্ষী রইলেন এক বাস্তবের।

5/5

রামরাজ্য না হোক, রামমন্দির অন্তত সব ধর্মের সব মানুষকে মেলানোর স্বপ্ন দেখাচ্ছে। রঙ মেলানোর খেলায়, অযোধ্যা দেখল, সেই ভালোবাসার মেলা আর মেশার, বাস্তব ছবি।