ছবি: শান্তিনিকেতন বাতিলে ভিড় মায়াপুরে, ফুলের দোলে মাতোয়ারা ইসকন

Mar 09, 2020, 09:38 AM IST
1/6

বসন্তের আমেজে মাতোয়ারা বাংলা। আজই তো রাঙিয়ে যাওয়ার দিন। দোল পূর্ণিমায় রঙের উৎসব পালনে ব্যস্ত মায়াপুরও। শান্তিনিকেতনে বসন্ত উত্‍সব বাতিল হওয়ায় ভিড় বেড়েছে মায়াপুরে। রঙের উত্‍সবেও আজ ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর যেন মিনি ওয়ার্ল্ড। 

2/6

রং খেলছে যেন প্রকৃতিও।  প্রকৃতির সেই রংবাহারিতে রঙিন মায়াপুরের ইসকন। ফুল দিয়ে দোল খেলছে মায়াপুর। বিদেশ থেকে এসেছেন হাজার হাজার ভক্ত। হরিনামের রং বাহারে মন্ত্রমুগ্ধ  আরতি। মায়াপুরের ইসকন মন্দিরে রং, ফুল, মন দিয়ে অর্ঘ্য দিচ্ছেন ভক্তরা।

3/6

আবির খেলছে গোটা নবদ্বীপ। রাস্তায় রাস্তায় আবির, পিচকারি হাতে চলছে রঙিন হওয়ার খেলা। এদিকে  রাস্তার মোড়ে মোড়ে চলছে ভাণ্ডারা খুলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ বিতরণ।

4/6

পূর্ণিমা তিথিতেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। দোল উত্‍সবে বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, চৈতন্য জন্মস্থান মন্দির, দেবানন্দ গৌড়ীয় মঠে, কেশবজী গৌড়ীয় মঠে  চলছে আবির খেলা। 

5/6

দোলে আবির রঙে রঙিন নবদ্বীপ। আদতে বৈষ্ণবতীর্থ নবদ্বীপে দোল উত্‍সব মূলত গৌরাঙ্গ কেন্দ্রিক।

6/6

জেলায় জেলায় চলছে দোল উৎসব যাপন। দেখুন ছবি।