হলি ফাঁক সিজন টু, এবারের সারপ্রাইজটা কী?

Oct 31, 2018, 13:06 PM IST
1/8

হৈচৈ নিয়ে এল তাঁদের নতুন প্রযোজনা। যারা হলি ফাঁক সিজন ওয়ান দেখেছেন, তাঁদের জন্য সেই ওয়েব সিরিজের সিকুয়্যাল নিয়ে এল এসভিএফ। 

2/8

২৭ অক্টোবর থেকেই  হলি ফাঁক সিজন  টু-এর লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন উপভোক্তারা।

3/8

প্রথম সিজনে এই ওয়েব সিরিজে সবথেকে বেশি নজর কেড়েছিল দিয়ার চরিত্রে অভিনয় করা অনামিকা চক্রবর্তী। এবারও তাঁর অভিনয় দর্শকেক আনন্দ দেবে বলেই আশাবাদী এসভিএফ। 

4/8

এই সিজনে হলি ফাঁক-এ টুইস্ট রয়েছে। রয়েছে সারপ্রাইজও।

5/8

নাতি-নাতনির বিয়ে না হলেও, বিয়ে করছেন দাদু ঠাম্মা! 

6/8

হ্যাঁ, ট্রেলর তো তাই বলছে।

7/8

আপনি এখনও দেখেননি? দেরি না করে, এখনই দেখে নিন।   

8/8

হলি ফাঁক সিজন টু-তে দাদু ঠাম্মার বিয়ে, সেটাও লুকিয়ে?