Han Jo Kim-Regina Turner: সুন্দরী স্ত্রী যে 'দেহব্যবসায়ী' ছ'বছর সংসার করার পর জানলেন স্বামী!

| Aug 08, 2021, 20:39 PM IST
1/8

লাভ অ্যাট ফার্স্ট সাইট। হানের প্রায় তাইই হয়েছিল রেজিনাকে দেখে। খুব বেশি খোঁজ খবর করার তাগিদ অনুভব করেননি। অপূর্ব সৌন্দর্যের সঙ্গে তুখড় বুদ্ধিমত্তার 'ডেডলি কম্বিনেশন' প্রথম দর্শনেই প্রায় 'খুন' করেছিল হানের হৃদয়। 

2/8

কিন্তু হায় নারী! হায়  প্রেম! হায় সৌন্দর্য! সেই ভয়ানক আকর্ষণীয়া যে এ ভাবে তাঁকে 'ফাঁসিয়ে' দেবেন ঘুণাক্ষরেও আঁচ করেছিলেন কি হান!

3/8

 প্রায় ছ'বছরের সংসার। কিন্তু স্ত্রীর 'প্রকৃত রূপে'র সন্ধান পাননি স্বামী। টের পেতেই স্ত্রীকে নিয়ে সটান আদালতে।

4/8

চিকিত্‍সক হিসেবে বেশ উঁচু মহলের কোটিপতি এই চিকিৎসক হান জো কিম। আর তাঁর 'বিউটি কুইন' স্ত্রী রেজিনা টার্নার। কানেটিকাট সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়িনী রেজিনাকে ২০১৫ সালে বিয়ে করেন হান। ম্যানহাটনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সংসারও পাতেন তাঁরা। তবে এখন তাঁদের হাই প্রোফাইল বিবাহবিচ্ছেদ নিয়েই উত্তাল আমেরিকা। অনেকটা সেই জেফ বেজোস-ম্যাকেঞ্জি স্কট, বিল গেটস-মেলিন্ডা গেটস, ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের মতো।

5/8

 হান-রেজিনার মধ্যে প্রকাশ্য মনোমালিন্যের খবর কিছু অবশ্য শোনা যায়নি। আইনি জটিলতাও মিটেছে। তবে আইনি জটিলতা মিটে যাওয়ার পরেও বিচ্ছেদের কারণ জেনে হইচই পড়ে গিয়েছে চারিদিকে!  

6/8

কী হয়েছে? আদালতে হান অভিযোগ জানিয়েছেন, বিয়ের আগে থেকেই দেহব্যবসায় যুক্ত রেজিনা। এবং তাঁকে (হানকে) অন্ধকারে রেখে বিয়ের পরেও তা চালিয়ে যান তিনি। শুধু দেহব্যবসা করেই রেজিনা নাকি ৫ কোটি টাকারও বেশি উপার্জন করেছেন!

7/8

আদালতে জমা দেওয়া নথিতে স্ত্রীকে 'ছলনাময়ী' এবং 'জালিয়াত' বলে উল্লেখ করেন হান। তাঁর অভিযোগ, নিজের জীবন নিয়ে তাঁকে (হানকে) আগাগোডা মিথ্যা বলে এসেছেন রেজিনা। অন্য কাজের দোহাই দিয়ে রেজিনা টাকার বিনিময়ে ধনীদের সঙ্গে নিয়মিত যৌনতায় মাততেন বলে দাবি হানের।

8/8

তবে দ্যাবা দেবী কেউই টাকার প্রশ্নে কারও চেয়ে কম যান না। শুধুমাত্র রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছ থেকেই রেজিনা ১ কোটি ৩৭ লক্ষ টাকা রোজগার করেন বলে দাবি হানের। আবার আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ২০১৮ সালেই মেরুদণ্ডে অস্ত্রোপচার করে প্রায় ৩২ লক্ষ ডলার রোজগার করেন কিম, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩ কোটি টাকা। এ হেন কাণ্ডে খোরপোষ-তত্ত্ব জেনে আর লাভ কী?