আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

Mar 26, 2018, 17:04 PM IST
1/8

pollution 8

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

খরা, বন্যা কিংবা দূষণ, সবই প্রকৃতির হাতে। প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে আমরা কেউ কিছু করতে পারি না। কিন্তু খরা, বন্যা কিংবা দূষণ কিছুটা হলেও আমরা প্রতিরোধ করতে পারি। আমরাও প্রকৃতির অঙ্গ। তাই, প্রকৃতি যদি কখনও বিরূপ হয়, তার অনেকটা দায় বর্তায় আমাদেরই উপর। কীভাবে আমরা খরা, বন্যা বা জল দূষণ প্রতিরোধ করতে পারি, জেনে নিন-

2/8

pollution 7

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

যাঁরা বাড়ি তৈরির কাজ করে, তাঁদের বলতে হবে, তাঁরা যেন নিকাশি ব্যবস্থা সঠিকভাবে রাখেন।

3/8

pollution 6

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

স্থানীয় কৃষকদের পরিবেশগতভাবে উপযুক্ত প্রথা মেনে চাষবাস করতে উদ্বুদ্ধ করুন।

4/8

pollution 5

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

প্রকৃতি থেকে গরমের প্রভাব কমাতে নিজের নিজের বাড়ির চারপাশে গাছ লাগান।

5/8

pollution 4

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

গাছের শিকড় মাটি ধরে রাখতে সাহায্য করে। তাই বন্যা রোধ করতে এবং নদীর পাড় ভাঙা রোধ করতে প্রচুর পরিমাণে গাছ লাগান।

6/8

pollution 3

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

দূষণের একটা বড় কারণ হল আবর্জনা। শুধু জল দূষণই নয়, গোটা পরিবেশটাকেই দূষিত করে আবর্জনা। বহু জায়গায় পুকুরে বা নদীতে আবর্জনা ফেলা হয়। দূষণ রোধ করতে খুব শীঘ্রই আবর্জনা জলে ফেলা বন্ধ করতে হবে।

7/8

pollution 2

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

বহু কারখানা নদী কিংবা সমুদ্রের ধারে থাকে এবং সেই কারখানার সমস্ত বর্জ্য পদার্থ জলে ফেলা হয়। এতে জল মারাত্মক দূষিত হয়। তাই নদী, পুকুর কিংবা সমুদ্রের ধারে কারখানা থাকলেও, কারখানার বর্জ্য যাতে জলে না পড়ে সেদিকে নজর রাখতে হবে।

8/8

pollution 1

আমরাই পারি খরা, বন্যা, জল দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচাতে

খরা, বন্যা বা জল দূষণ প্রতিরোধ করতে জলে নোংরা ফেলা বন্ধ করতে হবে।