1/6
S 7
![S 7 বড়সড় কোনও গোলমাল না হলে ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত। এনিয়ে ভারতও বেশ উৎসাহী। ইমরান ইতিমধ্যেই বলে রেখেছেন, দুদেশের সম্পর্কের উন্নতিতে ভারত এক পা এগোলে দুপা এগোবে পাকিস্তান। কিন্তু ভুললে চলবে না নির্বাচনী প্রচার আর ভোটে বিপুল আসন পাওয়া পর্যন্ত ভারত সম্পর্কে কীভাবে বয়ান বদল করেছেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/28/130407-site001.jpg)
বড়সড় কোনও গোলমাল না হলে ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত। এনিয়ে ভারতও বেশ উৎসাহী। ইমরান ইতিমধ্যেই বলে রেখেছেন, দুদেশের সম্পর্কের উন্নতিতে ভারত এক পা এগোলে দুপা এগোবে পাকিস্তান। কিন্তু ভুললে চলবে না নির্বাচনী প্রচার আর ভোটে বিপুল আসন পাওয়া পর্যন্ত ভারত সম্পর্কে কীভাবে বয়ান বদল করেছেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক।
2/6
S 6
![S 6 নির্বাচনে বিপুল আসন পাওয়ার পর ইমরান বলেন, ‘ওরা(ভারত) যদি এক পা বাড়ায় তাহলে আমরা দু’পা বাড়াব। তবে শুরুটা করতে হবে। ভারতকে আমি বহুদিন ধরেই জানি। দু’দেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল কাশ্মীর। কাশ্মীর নিয়ে ভারতের যেমন অভিযোগ রয়েছে তেমনি বালুচিস্থান নিয়েও পাকিস্তানের অভিযোগ রয়েছে। এভাবে চলতে পার না। এতে কারও উন্নতি হবে না।’](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/28/130405-1.jpg)
নির্বাচনে বিপুল আসন পাওয়ার পর ইমরান বলেন, ‘ওরা(ভারত) যদি এক পা বাড়ায় তাহলে আমরা দু’পা বাড়াব। তবে শুরুটা করতে হবে। ভারতকে আমি বহুদিন ধরেই জানি। দু’দেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল কাশ্মীর। কাশ্মীর নিয়ে ভারতের যেমন অভিযোগ রয়েছে তেমনি বালুচিস্থান নিয়েও পাকিস্তানের অভিযোগ রয়েছে। এভাবে চলতে পার না। এতে কারও উন্নতি হবে না।’
photos
TRENDING NOW
3/6
s 5
![s 5 ভারতের প্রতি বিদ্বেষ নিয়েই বড় হয়েছি: ২০১১ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে ইমরান বলেন, ভারতের প্রতি ঘৃণা নিয়েই বড় হয়েছি। পরে ভালোবাসতে শিখেছি। বারবার ভারতে গিয়ে ভারতের প্রতি বিদ্বেষ চলে গিয়েছে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/28/130403-2.jpg)
4/6
S4
![S4 নওয়াজ শরিফ ভারতের এজেন্ট: ভারতের সঙ্গে শান্তির কথা বললেও এক সময় নওয়াজ শরিফকে ভারতের এজেন্ট বলেছেন ইমরান খান। বলেছেন, শরিফ মোদীর সঙ্গে পিকনিক করেছেন। প্রচারে তিনি নওয়াজের ভাষার সঙ্গে মোদীর ভাষার কোনও তফাত নেই বলেও মন্তব্য করেছেন।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/28/130402-33.jpg)
5/6
S3
![S3 ২০১৬ সালে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর ইমরান বলেন, ভারতে ছাটখাটো কোনও বিস্ফোরণ হলেও ওরা পাকিস্তানের দিকে আঙুল তোলে। নওয়াজের মতো সব পকিস্তানি কাপুরুষ নয়। কাশ্মীরে মানবাধিকার গত ২৬ বছর ধরে লঙ্ঘন করে চলেছে ভারত।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/28/130401-44.jpg)
6/6
S2
![S2 নির্বাচনে শরিফের হার প্রসঙ্গে ইমরান বলেন, ভোটে যখন হার নিশ্চিত তখনই উনি রিগিংয়ের অভিযোগ তুলছেন। এমনকি ভারতের মিডিয়াও বেশ কিছুদিন ধরে বলে আসছিল নির্বাচনে রিগিং হবে। এটা এক ধরনের ষড়যন্ত্র।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/28/130400-55.jpg)
photos