মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখন বিশেষজ্ঞরাও বলছেন, খোলা জানলা দিয়েই 'পালাবে' করোনা

Oct 14, 2020, 18:11 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: জানলা-দরজা খোলা রাখলে ভাইরাস পালিয়ে  যাবে। চিকিৎসকদের সঙ্গে নবান্নে আলোচনার সময়ে এমনই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই ঘিরে টুইট-আক্রমণ শুরু হয়েছিল রাজ্য বিজেপির মধ্যে। এখন সেই তথ্যকে মানতে বলছেন বিশেষজ্ঞরা। 

2/5

বাড়িতে বসেও করোনা হতে পারে আপনার। সেই ভয় একেবারেই এড়িয়ে যাওয়া যায় না তবে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা। করোনার হাত থেকে বাঁচতে ঘরের জানলা খুলে রাখুন, বলছেন তাঁরা। খোলামেলা জায়গায় সংক্রমণ সেভাবে ছড়াতে পারে না, এমনই তত্ত্ব তাঁদের।

3/5

বদ্ধ জায়গার তুলনায় খোলা জায়গায় সংক্রমণের আশঙ্কা কম। বিজ্ঞানীরা বলেছেন, বদ্ধ জায়গায় ঘুরে বেড়ায় এয়ারবোর্ণ ভাইরাল ড্রপলেটস। এগুলি থেকেই ছড়াতে পারে সংক্রমণ। কিন্তু জানলা খোলা থাকলে হাওয়া ঘরে ডুকবে আরা তাতে সংক্রমণ ছড়ানোর ভয় কম থাকে।

4/5

বদ্ধ জায়গার কোনও জমায়েত এড়িয়ে চলুন। যদি জমায়েত বদ্ধ জায়গাতে করতেই হয়, খেয়াল রাখুন যেন ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে।

5/5

কম বায়ু চলাচল করতে পারে এমন ঘরে কোনও করোনা আক্রান্ত ব্যক্তির উপস্থিতি অন্যজনকে সংক্রামিত করতে পারে।