1/8
ঘর গেরস্থালির রান্নাবান্নায় এখন সবার ভরসা এলপিজি। গ্যাস সিলিন্ডারের ওপর ভরসা করেই বেঁচে আছে আধুনিক নগরজীবনের গৃহস্থ। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের হাত ধরে রান্নার গ্যাস পৌঁছেছে গ্রামের ঘরে ঘরে। ধোঁয়া নেই, নেই উনুন ধরানোর ঝঞ্ঝাট। তাই দ্রুত জনপ্রিয় হয়েছে অত্যাধুনিক এই জ্বালানি। কিন্তু সুবিধার সঙ্গে অসুবিধাও রয়েছে কয়েকটি।
2/8
সব চেয়ে বড় সমস্যা হল, গ্যাস কবে ফুরাবে তা বোঝা দায়। ফলে দুরুদুরু বুকে দিন কাটে গৃহিনীদের। অনেকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের পরিমাণ বোঝার চেষ্টা করেন। কিন্তু তাতেও সিলিন্ডারের মধ্যে থাকা তরল রান্নার গ্যাসের নির্দিষ্ট পরিমান বোঝা সম্ভব নয়। জানেন কি, সামান্য একটা ভিজে ন্যাকড়া দিয়ে জানা সম্ভব ঠিক কতটা গ্যাস রয়েছে সিলিন্ডারের মধ্যে?
photos
TRENDING NOW
7/8
8/8
photos