Ram Mandir: রাতের আলোয় মোহময় রাম মন্দির চত্বর, দেখুন ছবিতে
Jan 08, 2024, 13:52 PM IST
1/5
আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার। সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ৮০০০ অতিথিকে।
2/5
কিছুদিন আগেই রাম মন্দিরের গর্ভগৃহের ছবি পোস্ট করেছে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান উপলক্ষ্যে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির চত্বর। সেই ছবিও পোস্ট করল ট্রাস্ট।
photos
TRENDING NOW
3/5
রাম মন্দির চত্বরে রাখা হয়েছে বিশাল জটায়ুকে। রাতের আলোয় অসাধারণ সুন্দর লাগছে সেই বিশাল মূর্তিকে। এছাড়াও মন্দিরে করিডোরের বিভিন্ন জায়গায় নরম আলো দিয়ে সাজানো হয়েছে।
4/5
এসব ছাড়াও মন্দিরের প্রবেশদ্বারে হাতি, সিংহ ও হনুমানের মূর্তি রাখা হয়েছে।
5/5
এইসব মূর্তি তৈরির জন্য পাথর আনা হয়েছে রাজস্থান থেকে। ব্যবহার করা হয়েছে রাজস্থানের স্যান্ড স্টোন। ওইসব পাথর আনা হয়েছে বাঁশি পাহাড়পুর থেকে।