অ্যাপ থেকে মেট্রোর পাস কীভাবে সংগ্রহ করবেন? হাতেকলমে শিখে নিন

Sep 08, 2020, 13:49 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন : মেট্রো চালুর আগে আজ বিভিন্ন স্টেশন ঘুরে দেখলেন মেট্রো রেলের জিএম। পার্কস্ট্রিট স্টেশনে নজরে এল নানান ব্যবস্থা। যেমন-  ১) টিকিট কাউন্টার থেকে এখন টিকিট বা টোকেন দেওয়া হবে না। কিন্তু স্মার্ট কার্ড কেনার লাইনেও যাতে দূরত্ব বিধি থাকে তার জন্য দাগ দেওয়া হয়েছে দাগ। 

2/10

২) স্টেশনে বসার জায়গায় একটি সিটের পর দুটো সিট ছেড়ে তার পরের সিটে বসার ব্যবস্থা করা হয়েছে।  

3/10

৩) প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার আগেও যাতে হুড়োহুড়ি না হয়, সেজন্য সেখানেও দাগ দেওয়া রয়েছে।   

4/10

৪) স্টেশনে ঢোকার সময় যাত্রীদের হাত স্যানিটাইজ করার জন্য মেশিন লাগানো হয়েছে। ৫) মেট্রো কর্মীরাও বিশেষ চশমা, গ্লাভস পরে রেডি।

5/10

উল্লেখ্য, এখন মেট্রোয় যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের অ্যাপ থেকে পাস সংগ্রহ করতে হবে। কীভাবে এই পাস সংগ্রহ করতে হবে? মেট্রো অ্যাপটি চ্যাটবট সিস্টেমের মত কাজ করবে। শেষে পাস জেনারেট হয়ে যাবে।দিনে ৫ লাখ আর ঘণ্টায় ৫০ হাজার অনুরোধ নিতে পারবে এই চ্যাটবট সিস্টেম।

6/10

এই চ্যাটবট সিস্টেমটা অনেকটা হোয়াটসঅ্যাপের মত। একটা করে টাইপ করবে আর একটা করে উত্তর আসবে। প্রথমে জানতে চাইবে নাম। 

7/10

তারপর জানতে চাইবে কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন। এরপর বলতে হবে কোন স্টেশনে যাবেন।     

8/10

তারপর আপনার কাছে চলে আসবে বিভিন্ন সময়ের চার্ট। সেখান থেকে বেছে আপনাকে বলতে হবে কোন সময়ে আপনি যাবেন।  

9/10

এরপর আপনার নামে পাস ইস্যু হবে। বিভিন্ন সময়ের জন্য নির্দিষ্ট রয়েছে বিভিন্ন রংয়ের পাস। 

10/10

যেমন এখানে বেগুনি রংয়ের পাস আছে।