নাশকতার মোকাবিলা কীভাবে, CISF-র আচমকা মক ড্রিলে চমক কলকাতা বিমানবন্দরে

Aug 26, 2020, 19:38 PM IST
1/5

বিমানবন্দরের মধ্যে কোনও নাশকতার চেষ্টা বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করলে তা কিভাবে প্রতিরোধ করা হবে! বুধবার তারই মহড়া সারল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

2/5

বিমানবন্দরের লাউঞ্জেই যাত্রীদের উপস্থিতিতে চলল মক ড্রিল।

3/5

মহড়ায় CISF জওয়ান ছাড়াও NDRF-র দ্বিতীয় ব্যাটালিয়নের কর্মীরা অংশ নেন।

4/5

এছাড়াও বিমানবন্দরের অগ্নিনির্বাপণ শাখার কর্মী, বি সি এ এস, ডি এ ই কলকাতা, এ ও সি সি, আই বি এবং রাজ্য পুলিশের কর্মীরাও এই মহড়ায় অংশ নেন।

5/5

বিমান পরিষেবায় কোন রকম বিঘ্ন ঘটিয়েই বুধবার বিকেলে এই মহড়া বিমানবন্দর সচল থাকা অবস্থাতেই যাত্রীদের সামনেই চলে ।