1/11
2/11
photos
TRENDING NOW
3/11
4/11
ফ্রিল্যান্সিং অনলাইনে আয়ের সব থেকে জনপ্রিয় উপায় হল ফ্রিল্যান্সিং। আপনার দক্ষতা অনুসারে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। প্রযুক্তির জ্ঞান যাদের রয়েছে তাদের এই পদ্ধতিতে আয় করা সোজা। গ্রাফিক ডিজাইনার ও অনুবাদকরাও এখানে কাজ পেতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট ফ্রিলান্সারদের কাজ দিয়ে থাকে। সেজন্য সেই ওয়েবসাইটে লগ উন করতে হবে। চুক্তির যাবতীয় শর্ত ও দেনা পাওনা বুঝে কাজে যোগ দেবেন। নইলে ঠকতে হতে পারে।
5/11
6/11
7/11
ওয়েবসাইট তৈরি নিজেই একটা ওয়েবসাইট বানিয়ে আয়ের ব্যবস্থা করতে পারেন। আপনার যে ব্যাপারে দক্ষতা রয়েছে তাতে ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েব সাইট তৈরি হয়ে গেলে তা গুগল অ্যাডসেন্সের সঙ্গে জুড়ে দিতে হবে। কেল্লা ফতেহ। পাঠকেরা আপনার ওয়েবসাইট পড়লেই আপনার আয় হতে থাকবে। লোকে যত বেশি আপনার ওয়েবসাইট পড়বে আপনার আয় তত বেশি হবে।
8/11
9/11
10/11
অনলাইন শিক্ষকতা অনলাইন গৃহশিক্ষকতার প্রবণতা গোটা বিশ্বে বাড়ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। কোনও বিষয়ে দক্ষতা থাকলে সেই বিষয় আপনি অনলাইনে পড়াতে পারেন। সেক্ষেত্রে আপনার ছাত্র দেশে বা বিদেশে যে কোনও জায়গায় থাকতে পারে। বেশ কিছু ওয়েবসাইট এই ধরণের পঠনপাঠন পরিচালনা করে। তবে সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছে আগে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়।
11/11
photos