Telecom Tariff: ট্যারিফ বাড়াচ্ছে এয়ারটেল-জিয়ো, কীভাবে বাঁচাবেন মোবাইল খরচা? রইল ছোট্ট 'ট্রিকস'...

How to save Telecom Tariff: প্রায় ২০ থেকে ২৫ শতাংশ ট্যারিফ বাড়াচ্ছে সার্ভিস প্রোভাইডাররা।

Jun 29, 2024, 12:39 PM IST
1/6

এক ট্রিকসেই বাজিমাত!

Telecom tariff

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোবাইল ট্যারিফ বাড়াচ্ছে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল। ফলে বাড়তে চলেছে আপনার মোবাইলের খরচ।  

2/6

এক ট্রিকসেই বাজিমাত!

Telecom tariff

এখন একটা ছোট্ট 'ট্রিকস' নিলেই আপনি এই বাড়তি মোবাইল বিলের খরচের হাত থেকে বাঁচতে পারেন।   

3/6

এক ট্রিকসেই বাজিমাত!

Telecom tariff

কী সেই 'ট্রিকস'? পোশাকি  ভাবে বললে বলা যায়, '৪ ডে ট্রিকস'!  

4/6

এক ট্রিকসেই বাজিমাত!

Telecom tariff

আসলে জিয়ো, এয়ারটেল তাদের নতুন ট্যারিফ প্ল্যান আনছে ৩ জুলাই থেকে। ফলে এখনও হাতে আছে ৪ দিন।   

5/6

এক ট্রিকসেই বাজিমাত!

Telecom tariff

আপনি যদি এরমধ্যে রিচার্জ করে নেন, তবে আপনি পুরনো মূল্যেই রিচার্জ করতে পারবেন।   

6/6

এক ট্রিকসেই বাজিমাত!

Telecom tariff

সেক্ষেত্রে ওই প্ল্যানটির দাম যদি পরে বাড়ানোও হয় বা বাতিলও করে দেওয়া হয়। তা-ও ওই প্ল্যানটি কার্যকর থাকবে আগের মূল্যেই।